কিছুদিন আগে শাহরুখ খানকে মৃত্যুর হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। শুধু তাই নয় ৫০ লাখ টাকা দাবিও করেন। এবার জানা গেল সেই ব্যক্🅺তি ফয়জন খান অনলাইনে রীতিমত নজরদারি চালিয়েছেন কিং খানের উপর।
কী ঘটেছে?
রায়পুরের আইনজীবী ফয়জন খান অর্থাৎ যাঁকে শাহরুখ খানকে মৃত্যুর হুমকি দেওয়া এবং চাপ দিয়ে টাকা আদায়ের চেষ্টা করার জন্য গ্রেফতার করা যোগেছে তিনি অনলাইনে রীতিমত পড়াশোনা করেছেন শাহরুখ খানকে নিয়ে। তাঁর নিরাপত্তার তথ্য জোগ🌺াড় করেছেন তাও একা অভিনেতা নয়, তাঁর গোটা পরিবারের। ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚএমন তথ্যই তদন্ত চলাকালীন উঠে এসেছে।
শাহরুখকে মৃত্যুর হুমকি দেওয়ার আগে সেই ব্যক্♚তি অভিনেতার থেকে ৫০ লাখ টাকা দাবি করেছিলেন। রীতিমত নজরদারি চালান কিং খান এবং তাঁর ছেলে আরিয়ান খানের চলাফেরার উপর। বাদ দেননি তাঁদের নিয়ে বিভিন্ন তথ্য অনলাইন থেকে জানতে।
ফয়জনের যে দ্বিতীয় মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল বান্দ্রা পুলিশ সেখান থেকেই এই তথ্যগুলো জানা গিয়েছে। ফরেনসিক টেস্টের পর এই তথ্যগুলো উঠে এসেছে। আপাতত ফয়জন খান অর্থাৎ সেই অভিযুক্ত আইনজীবী আগামী ১০ দিনের জন্য জেল হেফাজতে থাকবেন। যদিও জিজ্ঞাসাবাদে ফয়জন খান নানা মনগড়া, ভুলভাল উত্তর দিয়েছেন এক এক সময় এক এক রকমের যে তিনি কেন শাহরুখ এ♒বং তাঁর ছেলের এত তথ্য জোগাড় করছিলেন।
আরও পড়ুন: '🔥যৌনজীবন থেকে অতিরিক্ত চাহিদা, একঘেয়েমি...' রহমানের স্ত্রীর আইন♛জীবী বলিউডের অহরহ ডিভোর্স নিয়ে মুখ খুললেন!
আরও পড়ুন: বক্স অফিসে হাঁড়ির হাল! এদিকে কোন কোন BJP রাজ্যে ট্যাক্স🦂 ফ্রি করা হল বিক্রান্তের সবরমতী রিপোর্টকে?
কিন্তু ঠিক কী করেছিলেন ফয়জন?
গত ৭ নভেম্বর এই ব্যক্তি বান্দ্রা পুলিশ স্টেশনে ফোন করে বলেন, 'শাহরুখ খান সেই ব্যক্তিই না যে মন্নতে থাকে, একটা বাসস্ট্যান্ডওয়ালা। ওকে বলুন ৫০ লাখ টাকা দিতে। না দিলে আমি ওকে মেরে দেব।' এরপর যে অফিসার ফোন ধরেছিলেন তিনি তাঁর নাম জিজ্ঞেস করলে বলেন, 'ওটা ম্যাটার করে না। আমার নাম ধরে নিন হিন্দুস্তানি।' এই ফোন কলের পরই তদন্ত শুরু করে দেয় পুলিশ। নম্বর ট্রেস কর♌ে তাঁকে গ্রেফতার করা হয় ছত্তিশগড়ের রায়পুর থেকে। গত ১২ নভেম্বর গ্রেফতার করা হয়🤪 তাঁকে। তারপর নিয়ে আসা হয় মুম্বই। সেখানেই তাঁর জিজ্ঞাসাবাদ চলছে।