সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল IIFA অ্যাওয়ার্ডস। সেখানে সঞ্চালনার দায়িত্ব স✱ামলালেন শাহরুখ খান এবং ভিকি কৌশল। সঞ্চালনার পাশাপাশি এদিন তাঁদের রীতিমত একাধিক গানে পারফর্ম করতে দেখা যায়। এর মধ্যে অন্যতম হল মেরে মেহবুব মেরে সনম। শাহরুখ না ভিকি কে নিজেকে OG প্রমাণ করলেন?
কী ঘটেছে?
আবু ধাবিতে অনুষ্ঠিত হওয়া এবারের IIFA এর মঞ্চে একদম শেষে মেরে মেহবুব মেরে সনম গানটিতে পারফর্ম করেন শাহরুখ খান এবং ভিকি কৌশল। শাহরুখের ডুপ্লিকেট ছবিটির এই গানটিকে নতুন ভাবে অ্যারেঞ্জ করে ♋ভিকি কৌশলের ব্যাড নিউজ ছবিতে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই গানের OG কে? শাহরুখ না ভিকি? সেটারই টক্কর দেখল IIFA এর মঞ্চে।
এদিন ২৬ ব꧒ছর পুরোনো মেরে মেহবুব মেরে সনম গানটির স্টেপে ভিকিকে প্রায় ধরাশায়ী করলেন কিং খান। প্রমাণ করে দিলেন তিনিই এই গানের OG। কেড়ে নেন সমস্ত লাইমলাইট। তাঁদের এই পারফরমেন্স যদিও সামগ্রিক ভাবে উপভোগ করেছেন সকলেই। রবিবার সকালেই এটি রীতিমত ভাইরাল হয়। আর তারপরই নেটিজেনরা ভিকির বদলে শাহরুখের তুমুল প্রশংসা করেন।
এক ব্যক্তি এদিন এই 💖ভিডিয়োতে লেখেন, 'আগামী ১০০০ বছরেও কেউ শাহরুখের স্টারডমকে হারাতে পারবে না।' আরেকজন লেখেন♑, 'শাহরুখের ধারেপাশেও আসতে পারবে না কেউ। ওঁর এক ইঞ্চি সমানও হবে না কেউ।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'সত্যিই শাহরুখ আসল রাজা।'
প্রসঙ্গত এদিন পারফরমেন্সের শেষে শাহরুখ জড়িয়ে ধরেন ভিকিকে। স্নেহের চুমুও খান সতীর্থকে। তাঁদের সেই মুহূর্তের প্রশংসা করেছেন অনেকেই। এদিন খোদ ভিকি নিজেও🃏 শাহরুখের সঙ্গে স্টেজ শেয়ার করার অভিজ্ঞতা জানান।
আরও পড়ুন: 'অনেকগুলো স্বপ্ন পূরণ...' শাহরুখ 'স্যারের' সঙ্ꦕগে আইফার মঞ্চে সঞ্চালনা, আপ্লুত ভিকি কীཧ লিখলেন?
কী লিখেছেন ভিকি?
ভিকি এদিন তাঁর পোস্টে লেখেন, 'স্টেজে পারফরমেন্স এবং সঞ্চালনার মাধ্যমে ওঁকে ম্যাজিক তৈরি করতে দেখে বড় হয়েছি। সেই থেকে গতকাল রাতে একই স্টেজে দুজনে। আর সেই ম্যাজিকের অংশ হলাম। অনেকগুলো স্বপ্ন পূরণ হয়ে গেল। ধন্যবাদ ꦜশাহরুখ স্যার। আপনার মতো না কেউ আছে, আর না কেউ হবে।'