দু'জনের মধ্যে কার্যত কোনও মিল নেই। তবে শাহরুখ খানের অনুরাগীদের মতে, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কমপক্ষ♓ে একটি মিল তো আছেই। কারণ দুই প্রেসিডেন্টের মুখেই 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গ'-এর (ডিডিএলজে) কথা উঠে এল।
ট্রাম্পের ভারত সফরের লাইভ ব্লগ
এদিন মোতেরায় 'নমস্তে ট্রাম্প'-এর মঞ্চে ভারতীয় সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। বলিউডেরও প্রশংসায় মুখর হন তিনি। বলেন, 'প্রতিভাধর ও সৃজনশীলতার কেন্দ্র💧 বলিউড থেকে এই দেশে প্রতি বছর ২,০০০ সিনেমা তৈরি হয়। সারা বিশ্বের মানুষ ভাংড়া, গান, নাচ, রোম্যান্স ও নাটকীয়তায় অত্যন্ত খুশি হন। ডিডিএলজে ও শোলের মতো ক্লাসিক ছবি।'
আরও পড়ুন : নমস্তে ট্রাম🌳্প-ভারত ও আমেরিকার মধ্যে গভীর সম্পর্কের কথা তুলে ধরলেন মোদী
ট্রাম্পের সেই বক্তব্যের পরই উদ্বেল হয়ে ওঠেন শাহরুখ খান ভক্তরা। ডিডিএলজের প্রয়োজক যশরাজ ফিল্মಌসও টুইট করে। বলা হয়, 'ডিডিএলজে ট্রাম্পস।'
আরও পড়ুন : নেই নেই করেও ট্রাম্পের সফরে হাজির হ🧜লেন ৩ উজ্জ্বল বাঙালি
উল্লেখ্য, পাঁচ বছর আগে প্রজাতন্ত্র দিবসে ভারতে ꦦএসেছিলেন ওবামা। দিল্লিতে সিরি অডিটোরিয়ামে একটি ভাষণের সময় তিনি বলেন, 'সেনোরিটা বডি বডি দেশও মে, আপনারা জানেন আমি কী বলতে চাইছি।' মার্কিন প্রেসিডেন্টের মুখে ডিডিএলজের ডায়লগ শুনে উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলেন শাহরুখ ভক্তরা। এবার আর এক মার্কিন প্রেসিডেন্টের মুখে তাঁদের প্রিয় তারকার সিনেমার নাম শুনলেন।