তিনি এলেন, দেখলেন, জয় করলেন! তিন বছর পর ইডেন গার্ডেনে প্রথম ম্যাচ খেলছে কলকাতা নাইট রাইডার্স। এদিন ‘করব, লড়ব, জিতব রে’-র তালে পা মেলাতে ঝটিকা সফরে তিলোত্তমায় হাজির শাহরুখ। এদিন মেয়ে সুহানার সঙ্গে ক্রিকেটের নন্দন কাননে হাজির হয়েছেন ‘পাঠান’। হার দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে হারের ঝটকা কাটিয়ে চেনা ময়দানে যাতে ছন্দে ফেরে দল, সেই প্রার্থনা ভক্তদের।🍨 এর মাঝেই দলের হয়ে গলা ফাটাতে এদিন গ্যালারিতে হাজির শাহরুখ খান।
পরনে কালো রঙা হুডি জ্যাকেট আর ঢলা প্যান্ট, সঙ্গে চোখে রোদ চশমা। ভিআইপি বক্স থেকে হাত নেড়ে উপস্থিত দর্শকদের অভিবাদন জানালেন বাদশা, ছুঁড়ে দিলেন উড়ন্ত চুমু। শাহরুখ দജেখে এদিন কেকেআর ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। মাঠে বাজছে ‘ঝুমে জো পাঠান’ গান, আর তারই ছন্দে হালক🎶া দুললেন নায়ক। শাহরুখের হাত শূন্যে উঠতেই চিৎকারে ফেটে পড়ল গোটা ইডেন গার্ডেন।
কলকাতার ক্রিকেট উত্তাপকে কয়েকগুণ বাড়িয়ে দিল ইডেন𝔉ে শাহরুখের উপস্থিতি। কেকেআরের অপর মালিক জুহি চাওয়ালাও এদিন হাজির হয়েছেন আরসিবি-র সঙ্গে দলের দ্বৈরথের সাক্ষী থাকতে। এদিন কেকেআরের অফিসিয়্যাল টুইটার হ্যান্ডেল থেকেও ‘বাজিগর’ শাহরুখের ছবি পোস্ট করা হয়, পাশে গুর-বাজিগর (গুরবাজ)-এর মারমুখী অবতারের ছবি। ইতিমধ্যেই অর্ধ শতরানের দোরগোড়ায় এই আফগান তারকা।
এদিন টসে জি🧔তে ক🧔েকেআর-কে ব্যাট করতে পাঠিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইয়ার, মনদীপ এবং অধিনায়ক নীতিশ রানা ব্যাট হাতে ব্যর্থ হলেও দলের রাশ একা হাতে সামলাচ্ছেন ওপেনার তথা কেকেআরের উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ।
২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর থেকেই ইডেনে বসে কেআরের ম্যাচ উপভোগ করতে দেখা যায় বাদশাকে। হোম ম্যাচই নয়, দলের সমর্থনে অ্য়াওয়ে ম্যাচেও হাজির হন শাহরুখ। কাজ সামলে ক্রিকেট মাঠে দর্শন দিতে বরাবরই দু-পা বাড়িয়ে থাক▨েন শাহরুখ। তবে করোনাকাঁটায় গত ২০২০ ও ২০১১ সালে আইপিএল আয়োজিত হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। গত বছর কেকেআরের সুযোগ হয়নি ইডেনে ম্যাচ খেলার। তাই ২০১৯ সালে🙈র পর কেকেআরের কর্ণধার শাহরুখকে আর দেখা যায়নি ইডেনে। শাহরুখের উপস্থিতিতে কি আরসিবি বধে সফল হবেন নীতিশ রানারা? সেটাই এখন দেখার।