দীর্ঘ তিন বছর পর ঘরের মাঠে খেলতে নেমেছে শাহরুখের দল। বৃহস্পতিবার খে﷽লতে নেমেই বাজিমাত কেকেআরের। ৮১ রানের বিরাট ব্যবধানে আরিসিবিকে পরাজিত করে মরসুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তুলেছে কেকেআর। ইডেনের গ্যালারিতে কেকেআরের উল্লাস ফেটে পড়ে। ম্যাচের নিজের শেষে টিমের সদস্য এবং আরসিবি টিমের সদ🍸স্যদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন শাহরুখ।
বলিউডের ‘বাদশা’ শাহরুখ। এ দিন ভিআইপি স্ট্যান্ড থেকে 'ঝুমে যো পাঠান' গানের তালে নেচে ওঠেন তিনি। কলকাতা নাইট রাইডার্সকে সমর্থনের জন্য দলের একজন 'বিশেষ ফ্যান' হাজির ছিলেন মাঠে। হুইল চেয়ারে বসে, গায়ে কেকেআরের জার্সি পরে টিমকে সমর্থন জানিয়েছে সে। এই ভক্♏তের নাম হর্ষাল গোয়েঙ্কা। ইডেন গার্ডেনে প্রতিটি কেকেআর ম্যাচে উপস্থিত থাকেন তিনি।
আরসিবির-কেকেআরের ম্যাচের পর শাহরুখ খান আলাদা করে দেখা করেন হর্ষালের সঙ্গে। বলিউডের কিং খানকে দেখা মাত্রই হর্ষাল 'আই লভ ইউ' 'আই লভ ইউ' করে চিৎকা💙র করতে শুরু করেন। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে স্নেহের পরশে কপালে চুম্বন করেন শাহরুখ। তাঁর মাথায় হাতও বুলিয়ে দেন। প্রিয় তারকার সঙ্গে দেখা করতে পেরে হর্ষাল উচ্ছ্বাসিত হয়ে ওঠেন। তাঁর সেই উচ্ছ্বাস ধরা পড়ে চোখেমুখ𓃲ে।
আরও পড়ুন: কেকেআরের সঙ্গেই বড় হয়েছেন সুহানা, শানায়া, অনন্যা! এই ছবিগুলিই প্রমাণ
তবে এই প্রথম নয়, এর আগে ২০১৮ সালেও একব๊ার হর্ষালের সঙ্গে দেখা করেছেন শাহরুখ। সেইসময় কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলেন দীনেশ কার্তিক। দু'জনের এই সাক্ষাতের ভিড💟িয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। নেটিজেনরাও কেকেআর এবং এসআরকের সুপার ফ্যান হর্ষালের ভিডিয়োতে ভালোবাসা উজাড় করেছেন।