শাহরুখ খান শুধু একজন সুপারস্টার নন, তিনি কোটি কোটি মানুষের কাছে ইমোশন। অনেককে ভালোবাসার সংজ্ঞা বুঝিয়েছেন এসআরকে। বলিউডের কিং অফ রোম্যান্সের জনপ্রিয়তা কোনও দেশ-কালের গণ্ডিতে আটকে নেই। তিনি ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করেন গোটা বিশ্বে। ৫৮-র শাꦰহরুখের মিষ্টি হ꧂াসিতে ফিদা সুদূর আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ার অষ্টাদশীও।
এবার শাহরুখ খানের প্রতি নিজের ভালোবাসা জাহির করলেন মার্কিন কুস্তিগীর এবং অভিনেতা জন সিনা। এই হলিউড তারকা ভারতীয় সংস্কৃতির প্রতি বরাবরই আকৃষ্ট। একাধিক বলি তারকাকে সোশ্যালে অনুসরণ করেন তিনি। আশ্চর্যজনকভাবে এই তালিকায় রয়েছেন টলি সুন্দরী শ্রাবন্তীও। রবিবার সোশ্যালে তুমুল ট্রেন্ডিং জন সিনার একটি ভিডিয়ো। সেখানে শাহরুখের অন্যতম জনপ্রিয় ছবি দিল তো পাগল হ্যায় (১৯৯৭)-র ‘ভোলি সি সুরাত’ গানে গলা মেলালেন জন সিনা। কুস্তিগীর গুরব সিহরা জিম সেশনের ফাঁকে জন সিনাকে শেখালেন শাহরুখ খানেরꦜ এই রোম্য়ান্টিক গান।
ভিডিয়োর শুরুতে গুরভ জানান, জন সিনা শাহরুখের বিরাট ভক্ত, যাকে বলে জবরা ফ্যান আর কী! জনকে এরপর বলতে শোনা যায়, ‘আপনি কখনই জানেন না যে আপনি জীবনে ঠিক কীভাবে নিজেকে সমৃদ্ধ করতে পারেন, আর কী কী শিখতে পারেন। এখন আমরা জিমে আছি, তাই নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করছি, তবে সমৃদ্ধির প্রচুর পথ রয়েছে এবং আমি এখন এই গান শেখার জন্য যথাসাধ্য চেষ্টা করব।’ এরপর গুরভকে অনুসরণ করে ভাঙা ভাঙা হিন্দিতে ভোলি সি সুরাত গাইল🐽েন জন।
ভারোত্তনের ফাঁকে দুজনের এই সঙ্গীত সেশনে মুগ্ধ নেটিজেনরা। গুরভকে বলতে শোনা যায়, ‘এটা আপনার জ﷽ন্য, মিস্টার শাহরুখ খান।’
এই ভিডিয়োর কমেন্ট বক্সে উপচে পড়ছে মন্তব্য। এক শাহরুখ ভক্ত লিখেছেন, ‘কল্পনা করুন জন সিনা এবং শাহরুখ খান একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করেছেনﷺ।’ আরেকজন লিখেছেন, ‘দারুণ! জন সিনা নিখুঁতভাবে হিন্দি গান গাইছে।’ আরেক ভক্ত কুস্তিগীরের নাম পরিবর্তন করে &n꧃bsp;মজার ছলে লেখেন ‘জন সাক্সেনা’।
জন সিনা শাহরুখের বিশাল ভক্ত তা কারুর অজানা নয়। বছরের পর বছর শাহরুখকে উত্🍸সর্গ করে সোশ্যালে একাধিক পোস্ট নিজের সোশ্যাল মিডিয়ায় করেছেন জন। ২০১৭ সালে জন শাহরুখের টেড টক-এর ভিডিয়ো টুইট করে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। জবাবে শাহরুখ তাঁর সঙ্গে সাক্ষাৎ-এর ইচ্ছে প্রꦆকাশ করেছিলেন। দু-বছর পর রিয়াদে এক অনুষ্ঠানে দেখা হয় দুজনের। সেলফিও শেয়ার করেছিলেন জন সিনা।
প্রসঙ্গত, শাহরুখকে শেষ দেখা গিয়েছিল ডাঙ্কি ছবিতে। এতে এসআরকে ছাড়াও আরও অভিনয় করেছেন বোমান ইরানি, তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোছার এবং অনিল গ্রোভার𝓀💞। গত বছরের ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানির পরিচালিত ছবিটি। বর্তমানে এটি নেটফ্লিক্সে স্ট্রিমিং করছে। আগামী প্রোজেক্টের কাজ এখনও শুরু করেননি শাহরুখ।