আরব সাগরপ🌠াড়ে প্রাসদোপম মন্নত। সেখানে সর্বক্ষণ পাহারায় রয়েছে নিরাপত্তারক্ষী। এবার এক অটোওয়ালার সঙ্গে শাহরুখের মন্নতের সেই নিরাপত্তারক্ষীর আচরণ নিয়েই নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। এবিষয়ে নেটিজেনরা দ্বিধাবিভক্ত। কেউ অটোওয়ালার পক্ষে, কেউ আবার নিরাপত্তারক্ষীর পক্ষে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো।
কী রয়েছে সেই ভিডিয়োতে?
X হ্য়ান্ডেলে উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, শাহরুখ খান যখন বিখ্যাত রোলস রয়েস-সহ তাঁর কনভ𝓀য় মন্নতে ঢুকছে। ভিডিওতে দেখা যায়, নিরাপত্তারক্ষী ক্যামেরার বাইরে কাউকে ইশারা করে অপেক্ষা করতে বলছেন। তবে তারপরও ওই অটো সামনে এগিয়ে এলে বিরক্ত হয়ে ওই নিরাপত্তাকর্মীকে বলতে শোনা যায়, ‘ওই, দিখতা নেহি হ্যায় কেয়া? (আরে, তুমি দেখতে পাচ্ছ না?)’।𒆙 আর এই ভিডিয়ো ঘিরেই নেটপাড়ায় শুরু হয়েছে চর্চা।
ভিডিয়োটি রতন ধিলন নামে ඣএক ব্যক্তি শেয়ার করে লেখেন, ‘শাহরুখের জন্য এই প্রহরীর আচরণ দেখুন। এসআরকে-র গাড়ির জন্য তিনি অন্য লোকেদের রাস্তা পার হতে বাধা দিচ্ছেন। তিনি ন𝐆িজেকে কী মনে করেন? মিস্টার এসআরকে, আপনার সত্যিই এই লোকটির আচরণ খতিয়ে দেখা উচিত।’
আরও পড়ুন-প্রকাশ্যেই মালকিনকে অপমান, অঙ্কুশ ঠোঁট বাড়াতেই কা☂মড়েই দিল নাকি মিমির কুকুর?
আরও পড়ুন-‘আমি যখন মায়ের গর্ভে তখন পরিবার চেয়েছিল যেন ছেলে হয়, তবে…��’, অকপট মিস ই﷽ন্ডিয়া নিকিতা
যদিও রতন ধিলনের মন্তব্যের সঙ্গে সহমত হতে পারেননি কিছু নেটিজেন। একজন লেখেন, ‘স্যার, মানছি আচরণটা ঠিক হয়নি, তবে গাড়ি বাঁ দিকে মোড় নেওয়ার সময় রাস্তা কাট করার চেষ্টা করা ওই অটো ওয়ালা মাঝখান দিয়ে ঢোকার 🍌চেষ্টা করছিলেন। আর তাতেই ওই নিরাপত্তারক্ষী রেগে যান। এই বকাঝকা দোষের কিছু নেই, কারণ আমাদের সঙ্গেও এমনটা হয়।’
আরও পড়ুন-‘মনে হল আমি🌱 কি বেঁচে নেই!…’ দেবরাজের কীর্তি ফাঁস করলেন 'রাই কিশোরী' অদিতি মুন্সি
আরও এক নেটিজেཧন মনে করছেন, ‘মুম্বাই অটোওয়ালারা যাত্রীদের যত্ন নেন না, তাঁরা ভাবেন তাঁরাই রাস্তায় বস!’ অন্য একজন এক্স ব্যবহারকারী লেখেন, ‘এটা কোনও খারাপ আচরণ নয়, এটা একটা সাধারণ ট্রাফিক কন্ট্রোলের বিষয়। যে কোনও সোসাইটি গার্ড অ্যাক্টিভ ডিউটিতে এটা করে।’
তবে আবার শাহরুখের নিরাপত্তারক্ষীর ব্যবহারে আপত্তি তুলেছেন বহু নেটিজেন। দীনেশ যোশী নামে এক ব্যক্তি লেখেন, ‘এটা শুধু শাহরুখের গাড়ির ক্ষেত্রে নয়, প্রত্যেক দেহরক্ষী বা ওয়াচম্যান যাঁরা একজন সেলিব্রিটি/শিল্পপতি বা রাজনীতিবিদের নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাঁদেররা এমন আচরণ করতে দেখি, যেন তাঁরাই রাস্তার মালিক।’ কারোর মন্তব্য, ‘রক্ষী তো ঠিক সেই কাজটিই করছেন যার জন্য তাঁকে নিয়োগ করা হয়েছে। ভারতে প্রত্যেক ভিআইপি একই রকম সুবিধা 💯পান।’