ইন্ডিয়ান আইডল ১৪ এর মঞ্চে সদ্যই এসেছিলেন শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন।🐟 সেখানে তাঁরা তাঁদের আগামী ছবি তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়ার প্রচারে এসেছিলেন। আর এই মঞ্চে এসে কুমার শানুকে দেখে নস্টালজিক হয়ে পড়েন অভিনেতা। ফিরে যান পুরনো দিনে। একই সঙ্গে মশকরা করতে শুরু করেন এই বর্ষীয়ান গায়কের সঙ্গে।
ইন্ডিয়ান আইডলে শাহিদ এবং কৃতি
এদিন সোনি টিভির তরফে ইন্ডিয়ান আইডল ১৪ এর যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়ার টাইটেল ট্র্যাকে প্রতিযোগী থেকে শুরু করে বিচারকরা নাচছেন। কিন্তু কুমার শানু এই গানে হুক স্টেপ করতে গিয়ে নাগিন ডান্স করে ফেলেন। সেটা দেখে হেসে গড়িয়ে পড়েন শাহিদ। বলেন, 'কুমারজি, আপনি যে এই সাপুড়ের মতো না✨চছেন সেটা আর কী বলব!'
আরও পড়ুন: 'আজ গানে কী জিদ না কারো পরিণীতি চুপ হো🔜 জা', সুরেলা সফরের শুরুতেই চরম ট্রোল্ড পরিণীতি༺! কী হল হঠাৎ?
আরও পড়ুন: 'বাংলাদেশের টাঙ্গা⭕ইল শাড়ির GI পেল ভারত!', 'দেশের বঞ🃏্চনায়' ক্ষুব্ধ তসলিমা
এরপর ফিরে যান পুরনো দিনের স্মৃতিতে। শাহিদ কাপুর ইশক ভিস্ক ছবির মাধ্যমে ২০০৩ সালে বলিউডে পা রেখেছিলেন। সেই ছবির টাইটেল ট্র্যাক গেয়েছিলেন কুমার শানু। সেই কথা মনে করে অভিনেতা মজা করে বলেন, 'আমাকে আগে ওঁর জন্য একটা মিউজিক ভিডিয়ো করতে হয়েছিল। তারপর উনি বলেছিলেন যে চল ঠিক আছে তোর ছবিতে একটা গান নাহয় গেয়েই দেব।' তিনি আরও বলেন, 'ওই মিউজিক ভিডিয়ো মতে শানুদা হেলিকপ্টার🧸ে করে এসেছিল। আমরা গলফ কোর্সে অপেক্ষা করছিলাম। এল অটোগ্রাফ দিল। ফের ফিরে গেল তিনটে গান রেকর্ড করতে, এত ব্যস্ত থাকতেন না।' বলেই হেসে ফেলেন।
তারপর আসল কথা ফাঁস করে শাহিদ জানান, 'আমরা খুব এক্সাইটেড ছিলাম যে আমরা শানুদার গলায় আমাদের ছবির গান গাওয়াতে পারছি। উনি তখন খুব বড় তারকা ছিল। আর আমি মাত্র ১৭ বছরের তখন। অনেক ভালো স্মৃতি আছে।' এরপর সঞ্চালকের অনুরোধেꦏ কুমার 🌌শানু সেই ছবির টাইটেল গেয়ে শোনান।
আরও পড়ুন: যশের গ্যাংস্টার থ্𒉰রিলার 'টক্সিক'ꦐ -এ থাকছে শাহরুখের ক্যামিও?
ইন্ডিয়ান আইডল ১৪
সোনি টিভিতে প্রতি শনি এবং রবিবার করে সম্প্রচারিত হয় ইন্ডিয়ান আইডল ১৪। রাত আটটা থেকে দেখা যায় এই শো। এবারে বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু এবং বিশাল দাদলানি। তাঁদেরও শুটিংয়ের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই মজা করতে দেখ꧂া যায়। তাঁরা সেই মজার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট🐟ও করে থাকেন। এবারে এই শোয়ের সঞ্চালনা করছেন হুসেন কুয়াজেরওয়ালা।