গত শুক্রবার সবে মুক্তি পেল শাহিদ কাপুর অভিনীত তেরি বাতো মে অ꧅্যায়সা উলঝা জিয়া। বক্স অফিসে দেখতে দেখতে প্রায় ৫০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবিটি। আর তারই প্রচারে সোজা সিনেমা হলে পৌছে গেলেন অভিনেতা। ভক্তদের চমকে দিয়ে দেখা দিলেন𒉰 হলে, তুললেন ছবিও।
তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিটির বক্স অফিস কালেকশন
তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিটি সপ্তম দিন বক্স অফিসে ৩ কোটি টাকা আয় করেছে। ফলে এই সাত দিনে ছবিটি বক্স অফিসে ৪৪.৩৫ কোটি টাকা আয় করেছে। শাহিদ কাপুর অভিনীত ছবিটি প্রথমদিন ৬.৭ কোটি টাকা আয় করেছিল। দ্বিতীয় দিনে সেটা বেড়ে হয় ৯.৬৫ কোটি টাকা। রবিবার আরও খানিক বাড়ে এই ছবির আয়, হয় ১০.৭৫ কোটি। এরপর সোম, মঙ্গল এবং বুধবার এই ছবিটি যথাক্রমে ৩.৬৫ কোটি, ৩.৮৫ কোটি এবং ৬.৭৫ কোটি টাকা আয় ক♈রেছে। বুধবার অনেকটা আয় বাড়লেও, বৃহস্পতিবার ফের কমে যায় সেই ছবির আয়। অন্যদিকে বিশ্বজুড়ে ৮১ কোট🐠ি টাকা আয় করে ফেলল তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া।
হল ভিজিটে শাহিদ কাপুর
এদিন তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া♌ ছবিটির প্রযোজনা সংস্থা ম্যাডডক ফিল্মসের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শাহিদ কাপুর আচমকাই একটি সিনেমা হলে পৌছে গিয়েছেন যেখানে তাঁর তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিটি চলছ💮ে। তাঁকে হলে দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা।
সিনেমা হলে💎 গিয়ে দর্শকদের সঙ্গে কথা বলেন শাহিদ কাপুর। তোলেন ছবিও। এই ভিডিয়ো অভিনেতা নিজেও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন,꧅ 'সিনেমা হলে দর্শকদের এই হাসিমুখ দেখার থেকে সেরা অনুভূতি আর কিছুই হতে পারে না।'
আরও পড়ুন: 'বাবার꧑ ধারে কাছেও যাননি', দিল চাহতা হ্যায়র সইফের আইকনিক সিনের নকল সারার, কী🃏 বলছে নেটপাড়া?
কে কী বলছেন?
এই ভি♎ডিয়োটি পোস্ট হওয়া মাত্রই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা, শাহিদ ভক্তরা। এক ব্যক্তি লেখেন, 'দর্শকরা নিশ্চয় পাগল হয়ে গিয়েছিল!' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'যাঁরা এদিন হলে ছিলেন তাঁরা খুবই লাকি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'দুবার সিনেমাটা দেখতে গে𝕴লাম উনি এলেন না। আর আজ যাঁরা গেলেন কী লাকি যে ওঁকে দেখতে পেলেন!'
তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিটি প্রসঙ্গে
এই তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিটি ৯ ফেব্রুয়ারি মুক্তি পেল ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগে। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন শাহিদ কাপুর, কৃতি শ্যানন। এই ছবিতে অন্যান্য ভূমিকায় আছেন ধর্মেন্দ্র, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। এটির প্রযোজনা করেছেন দীনেশ বিজন, জ্যোতি দেশপান্ডে, ল🃏ক্ষ্মণ উটেকর, প্রমুখ। ছবিটির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন অমিত যোশী এবং আরাধনা শাহ। মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবিটি দর্শক এবং সমালোচকদের কাছে।