শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিকাশ বহেল পরিচালিত ‘শয়তান’। প্রথম দিনেই বক্স অফিসে বড় সাফল্য পেল এই সিনেমা। Sacnilk.com -এর রিপোর্ট অনুসারে অজয় দেবগন, জ্যোতিকা এবং আর মাধবন সুপারন্যাচারাল থ্রিলার ১২🥃.৬২ কোটি ঘরে তুলেছে। যা প্রথম দিনের আয় হিসেবে মন্দ নয়।
শয়তান বক্স অফিস কালেকশন:
রিপোর্ট অনুসারে, শ🌸য়তান সমস্ত ভাষায় প্রথম দিনে ভারতে প্রায় ১২.৬২ কোটি টাকা নেট আয় করেছে। শুক্রবার ছবিটির হিন্দি বাজারের দখল ছিল ১৯.৯২ শতাংশ। ছবিটির প্রশংসা টুইটারেও। এক নেট-নাগরিক টুইটারে লিখেছেন, ‘শয়তান = অসামান্য। হরর প্রেমীদের জন্য ট্রিট। #Shaitaan থ্রিলার আপনাকে আপনার কুর্সির কিনারায় রাখবে। গোটা সিনেমায় একটাও নিস্তেজ মুহ🅠ূর্ত নেই। @ActorMadhavan ও @ajaydevgn #ShaitaanReview কী অসাধারণ পারফরম্যান্স।’
আরও পড়ুন: বাংলার মুখ উজ্জ্বল করল যিꦿশু! ঘরের মাঠে সোনু সুদের পঞ্জাবকে হারাল বেঙ্গল টাইগা♓র্স
ইন্টারনেট রিভিউ শয়তান
‘ভিলেন হিসাবে #Madhavan-এর দুর্দান্ত অভিনয়। অজয় 💝দেবগণ, জ্যোতিকা এবং বাচ্চারাও ভালো অভিনয় করেছে। ভালো ভিজ্যুয়াল এবং বিজিএম (ব্যাকগ্রাউন্ড মিউজিক)। সব মিলিয়ে একটি ভালো থ্রিলার।’, লেখেন এক নেট-নাগরিক। অপরজন টুইট করেন, ‘ওয়াও! গুজবাম্পস। তিনজনের কী✱ পারফরম্যান্স’!
আরও পড়ুন: ‘ম্যাক্সটার্ন’ সাগর ঠাকুরকে মারধর করলেন বিগ বস ওটিটি বিজেতা এলভিশ, দায়ের অ♑ভিযোগ
কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। পরিচালক বিকাশ বহেলের এই ছবিতে ‘শয়তান’-এর ভূমিকায় দেখা মিলল আর মাধবনের। কবীর (অজয়) ও তাঁর স্ত্রী (জ্♓যোতিকা)-র সংসারে হঠাৎ করে ঢুকে পড়ে মাধবন, ফোনের ব্যাটারি চার্জ দেওয়ার নাম করে। এরপর সময় পেরোলেও ড্রয়িং রুম থেকে ওঠার নাম নেই আগন্তুকের। হঠাৎ বদলে যেতে থাকে জাহ্নবী (জানকি বোধিওয়ালা)।
মাধবনের হাতের ‘কাঠপুতলি’ হয়ে কখনও এক বাক্স চা পাতা খাচ্ছে জাহ্নবী, কখনও নিজের গালে চড় মারছে কখনও নিজের বাবা-মা'কে আক্রমণ করছে। কখনও গ্যাস সিলিন্ডার খুলে নিজেকে জ্বালাতে প্রস্🌊তুত জাহ্নবী তো কখনও চুরি নিয়ে বাবাকে খুন করতে। কীভাবে এই সমস্যা থেকে পরিবারকে বাঁচাবে কবীর, সেটাই দেখা যাবে এই ছবিতে।
আরও পড়ুন: ‘অনেক বড়লোক আমায়…’! টাকার ‘লোভে’ রাজ কুন্দ্রাকে 🍰বিয়ে? কড়া জবাব শিল্পার
প্রশংসিত গুজরাটি সিনেমা ভাশের হিন্দি রিমেক শয়তান। ছবিটি প্রেসেন্ট করেছে জিও স্টু🅠ডিওজ, অজয় দেবগন ফিল্মস এবং প্যানোরামা স্টুডিওজ ইন্টারন্যাশনাল, এবং প্রযোজনা করেছেন অজয়, জ্যোতি দেশপাণ্ডে, কুমার মঙ্গত পাঠক এবং অভিষেক পাঠক। দেবী শ্রী প্রসাদ ছবিটির সংগীত🔯 রচনা করেছেন।