খাবার থেকে সংক্রমণ, মঙ্গলবার রাতে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় শেহনাজ গিলকে। হাতে ড্রিপসের বোতল হাতে হাসপা🍸তালের বিছন꧂ায় শুয়ে থাকতে দেখা যায় শেহনাজকে। এমন ভিডিয়ো দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন শেহনাজের অনুরাগীরাও। অবশেষে বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন শেহনাজ গিল। এই খবরটা স্বস্তির হলেও সোশ্যাল মিডিয়ায় উঠে আসা শেহনাজের ছবি দেখে চমকে ওঠেন অনেকেই।
মাথা থেকে গোটা মুখ ওড়নায় মোড়া, মুখে মাস্ক, হাত, পা, শরীর, সবই ভালো করে ঢাকা, একী অবস্থা শেহনাজের? সোশ্যাল মিডিয়ায় শেহনাজ গিলের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ভিডিয়ো দেখে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন। একজন লেখেন, ‘সত্যিই ওঁর জন্ಌয খারাপ লাগে, যখন আপনি এমন একটি শহরে থাকেন যেখানে আপনার যত্ন নেওয়ার জন্য পরিবারের কেউ নেই..মেয়েটির জন্য সত্যিই খারাপ লাগে।’ কারোর কথায়, ‘꧒আপনার দ্রুত আরোগ্য কামনা করছি এবং আপনার জন্য অনেক ভালবাসা পাঠাচ্ছি।’ এছাড়াও আরও অনেকে শেহনাজের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
আরও পড়ুন-যাঁরই ছবি আঁকছেন, তাঁরই মৃত্যু হচ্ছে! এই ‘পিকাসো’�ꦉ� টোটার রহস্যটা কী?
আরও পড়ুন-দ্য কাশ্মীর🍬 ফাইলসের আয় ৪০০ কোটি, ১টাকাও কি কাশ্মীরের বঞ্চিত হিন্দুদের দিয়েছেন: আশা পারেখ
আরও পড়ুন-অভিষেক নেই, তারপরেও স্বামীর দেওয়𓆉া নোয়া পরেই সিঁদুর খেলবেন সংযুক্ত!
দু'দিন আগেই হাসপাতালের বিছানায় শুয়ে নিজের অসুস্থতা প্রসঙ্গে শেহনাজ সকল꧑কে জানান, ‘বন্ধুরা, আমি এখন ভালো আছি। আমি অসুস্থ ছিলাম, আমার খ💫াবার সংক্রমণ হয়েছিল। আমি বাইরে থেকে একটি স্যান্ডউইচ খেয়েছিলাম। তা থেকেই আমার এই অবস্থা হয়। আপনাদের সকলকেও বলব বাইরের খাবার এড়িয়ে চলুন।’ শেহনাজ আরও বলেন, ‘আমি জানতাম লাইভে এলে আপনাদের সহানুভূতি পাব। তবে এটা আমি চাই না। শুধু সচেতন করতেই আমার লাইভে আসা’।
এদিকে শেহনাজ গিলের 𒁏ভিডিয়ো দেখে খোদ বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরও তাঁর প্রশংসা করেন। কমেন্ট সেকশনে তিনি লেখেন, ‘তুমি মমতাজের মতো, পরবর্তী মমতাজ।’ প্রসঙ্গত, হাসপাতালে শেহনাজকে দেখতে এসেছিলেন তাঁর ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ ছবির প্রযোজক রিয়া কাপুর (অনিল কা🏅পুর কন্যা)। হাসপাতালের বাইরে পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হন তিনি। খুব শীঘ্রই মুক্তি পাবে শেহনাজের এই ছবি।