সিরিজ: শেখর হোম
প্ল্যাটফর্ম: জিও সিনেমা
অভিনয়ে: কে কে মেনন, রণবীর শোরে
পরিচালনা: সৃজিত মুখোপাধ্যায়
রেটিং: ৩.৮/৫
এই বছরটা সৃজিত মুখোপাধ্যায়েরই। হ্যাঁ, এটা বললে অত্যুক্তি হবে না। প্রথম অতি উত্তম, তারপর পদাতিক এবং তারপর এল শেখর হোম। তিনটি তিন ধরনের কাজ, আর তিনটিতেই ছক্কা হাঁকিয়ে বসে আছেন পܫরিচালক। কিন্তু শার্লক হোমসের বাঙালি ভাই, থুড়ি বাঙালি সংস্করণ শেখর হোম কেমন হল? কোনটা ভালো লাগল আর কোনটাই মন্দ জানাচ্ছে হিন্দুস্তান টাইমস বাংলা।
আরও পড়ুন: বর্ডার ২ তে এবার সানির সঙ্গে যোগ দিলেন বরুণ! বললেন, 'আমার পছন্দের হিরোর সঙ্গে কা🔜জ করব...'
কী নিয়ে গল্প?
ছাগল চুরি থেকে জটিল কুটিল রহস্যের সমাধানের মাঝে স্নেহাশিস হালদার কীভাবে শেখর হোম হয়ে উঠলেন, কেনই বা হলেন সেটা নিয়েই এই সিরিজের গল্প। মোট ৬টা পর্ব আছে,⛎ এবং বলাই বাহুল্য ছয়টা গল্প আছে। সব কটাই গড়ে আধ ঘণ্টা মতো। জিও সিনেমায় দেখা যাচ্ছে এই সিরিজ।
কেমন হল?
গোটা সিরিজ দেখার পর একটাই কথা, কে কে মেনন ছাড়া এত সহজ সাবলীল ভাবে কে এই চরিত্রটা ফুটিয়ে তুলতে পারতেন জানি না। চোখে মুখে একটা দুষ্টুমি অথচ বুদ্ধিমত্তার ছাপ, ওই চোখের ইশারা আলাদাই একটা ব্যাপার তৈরি করেছিল। শেখর হোমস হিসেবে তিনি যেভাবে ছাপ ফেললেন বা অভিনয় করলেন তাতে অনায়াসে তিনি ব্যোমকেশ বা ফেলুদা হিসেবে ধরা দিতেই পারেন। খালি বাংলা উচ্চারণﷺ আরও একটু ইমপ্রুভ করলেই ১০ এ ১০! মানে বাঙালি দেখানোর পরেও এত ভয়াবহ বাংলা উচ্চারণ বড্ড বেশিই কানে লেগেছে আর কী!
অন্যদিকে মেননকে যোগ্য সঙ্গ দিলেন রণবীর শোরে। ওরফে জয়ব্রত। দুজনের জুটি𓄧 বেশ ভালো। অন্যান্য চরিত্রে কৌশিক সেন, ঋতা দত্ত চক্রবর্তী, মীর আফসার আলি, রুদ্রনীল ঘোষ য🅷থাযথ।
তবে এই সিরিজের অন্যতম ইউএসপি এই সিরিজের প্রতিটা গল্প এবং শেষের অমন একটা চমক। অযথা টেনে লম্বা ক♔রা হয়নি। আবার যে খুব থ্রিল ছিল শুরুর দিকের গল্পগুলোতে সেটাও নয়। তবে মোটের উপর বেশ ভালো লাগবে। সিরিজের আবহ সঙ্গীত বেশ ভালো। ওটাই যেন রহস্যকে আরও পঞ্জিভূত করতে সাহায্য করেছে। ফলে উইকেন্ডে একবার নিশ্চিন্তে দেখে ফেꦑলা যায় এই সিরিজ।