১৯৮৪ সালে মুক্তি পেয়েছ🎃িল উৎসব। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল রেখা এবং শেখর সুমনকে। রগরগে যৌনতা এবং ঘনিষ্ট দৃশ্যে ভরপুর এই ছবিটি মুক্তি পাওয়ার পরই দর্শকদের নজর কেড়ে নিয়েছিল। আগামীতে অভিনেতাকে সঞ্জয় লীলা বানসালির হীরামান্ডি সিরিজে দেখা যাবে। সেই সিরিজ মুক্তি পাওয়ার আগে রেখার সঙ্গে করা এই ছবির প্রসঙ্গে কী জানালেন?
রেখার সঙ্গে রগরগে ঘনিষ্ট দৃশ্য, অভিজ্ঞতা নিয়ে কী বললেন শেখর সুমন?
সিদ্ধার্থ কাননকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি শেখর সুমন✨ রেখার প্রশংসা করেন। তাঁর পেশাদারিত্ব এবং কাজের প্রতি নিষ্ঠার ট্যারিফ করেন। একই সঙ্গে কথা বলেন তাঁদের দুজনের সেই বিখ্যাত ছবি উৎসব নিয়ে। জানান তিনি তাঁর জীবনে রেখার থেকে বেশি প্রোফেশনাল আর কোনও অভিনেতা বা অভিনেত্রীকে দেখেননি।
আরও পড়ুন: গোটা সেটের সামনেই দুর্জয়কে চুমু 'টিনএজার' রাণীর! অভিজ্ঞতা জানিয়ে বললেন, 'একটু অস্বস্তি তো..💮.'
শেখর জানান সেই ছবিতে তাঁদের একাধিক ঘনিষ্ট দৃশ্য ছিল। কিন্তু অন্যান্য অভিনেত্রীদের মতো রেখা সেই সব দৃশ্যের শ্যুটিংয়ের সময় কখনই অস্বস্তিতে ভোগেননি বা কুণ্ঠাবোধ করꦇেননি। অভিনেতার কথায়, 'উনি দুর্দান্ত প্রোফেশনাল। আমি ওর কাছে চিরকৃতজ্ঞ থাকব।' শেখর সুমনের কথায♏় বারবার ধরা পড়ে রেখার প্রতি তাঁর মুগ্ধতার কথা।
তিনি এদিন আরও জানান উৎসব ছবিটির প্রথম দিনের শ্য꧙ুটিংয়ের সময়ই রেখার বাড়িতে ইনকাম ট্যাক্෴সের রেইড হয়েছিল। অন্যান্য অভিনেতা অভিনেত্রী হলে হয়তো বাড়ি চলে যেতেন। কিন্তু রেখা যাননি। উল্টে থেকে যান এবং মন দিয়ে কাজ করেন।
আরও পড়ুন: পাই🐈স হোটেল ছেড়ে এবার নন্দিনী দিদি নিজেই ফুড ব্লগার? বাঘা যতীনের ডিজে অরুণ দার দোকানে করলেন কী?
হীরামান্ডি প্রসঙ্গে
হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার সিরিজটি আগামী ১ মে মুক্তি পাবে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিরিজটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অদিতি রাও হ𝓡ায়দারি, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, প্রমুখ।