১৮ জুন OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বিদ্যা বালনের নতুন ছবি ‘শেরনি’। ছবির ট্রেলার ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের। স🍨ম্প্রতি ছবি মুক্তির আগে ‘শেরনি’র পরিচালক অমিত মাসুরকার হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কথা বললেন ছবি নিয়ে তাঁর লক্ষ্য কী ছিল, ছ༺বি তৈর্র সময় তাঁকে কোন কোন অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল-সহ নানান ব্যাপার নিয়ে।
পরিাচলক অমিত জানান𓆏, বিদ্যা বালন প্রথম অভিনেত্রী যাঁকে ‘শেরনি’ অফার করা হয়েছিল। তাঁর কথায়, ‘বিদ্যা প্রথম অভিনেত্রী যাঁকে আমরা ছবির গল্প জানাই। আর তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান ছবিতে অভিনয় করতে। বনবিভাগে প্রচুর মহিলা কর্মী রয়েছে- ফরেস্ট গার্ড থেকে শুরু করে অফিসার র্যাঙ্কে। আর বিদ্যাও যে কোনও চরিত্রে খাপ খাইয়ে নেওয়ার জন্য সব সময় তৈরি থাকে।’
এর আগে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘নিউটন’ ছবিতে কাজ করেছেন অমিত। কোন অভিনেতার সঙ্গে কাজ করা সহজ জানতে চাওয়া হ✨লে পরিচালক জানান, ‘দুজনেই খুব নম্র ও কঠোর পরিশ্রমী। ছবির চরিত্রকে আরও ভালো করে তোলার দিকেই ওঁদের নজর থাকে। চরিত্র যত জটিলই হোক, নিজেদের সে🌠রাটা দিতে সমস্ত রকমের পরিশ্রম করতে প্রস্তুত। তাই বলব ওদের মধ্যে অমিলের থেকে মিলটাই বেশি।’
প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, কেরিয়ারের শুরুতেই তাঁর প্রথম ছবি মুক্তি পায়নি। যার জন্য তাঁর ওপর ‘অশুভ’-র তকমা সাঁটিয়ে দিয়েছিল সকলে। এক🌌ের পর এক ছবি থেকে তাঁকে বাদ দিয়ে দেওয়া হত। কিন্তু ধীরে ধীরে নিজেকে প্রমাণ করেছেন বিদ্যা। আজ দর্শকরা ‘বিদ্যা বালনের ছবি’ দেখার জন্য অপেক্ষা করে থাকেন।