শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অন্যতম কালজয়ী উপন্যাস হল ঘুণপোকা। এবার সেই উপন্যাস বড় পর্দায় সিনেমা আকারে আসছে। পরিচালনায়🍸 পলাশ দে। আর কী জানা গেল এই ছবির বিষয💞়ে?
কী জানা গেল পলাশ দের নতুন ছবির প্রসঙ্গে?
পলাশ দে এর আগে তরঙ্গ, অসুখওয়ালা, ওস্তাদ সহ একাধিক ছবি তৈরি করেছেন। গত বছরই তিনি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঘুণপোকা বইটির স্বত্ব কিনে নেন। আর ঠিক করেন সেই উপন্যাস অবলম্বন করে তৈরি করবেন সিনেমা। সেই বিষয়ে তিনি সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, ‘ঘুণপোকা সেই তবে থেকেই আমার অন্যতম পছন্দের গল্প যবে থেকে নিজে লেখালিখি শুরু করেছি, পড়তে শুরু করেছি। ঠিক করেই রেখেছিলাম এটা নিয়ে সিনেমা বানাব। প্রস্তুতি হয়ে গিয়েছে❀।’
প্রসঙ্গত ঘুণপোকার নায়কের মতোই বর্তমান সময়ꦑে দাঁড়িয়েও বহু বাঙালি যুবক আজও উচ্চাকাঙ্ক্ষার ফাঁদে পা দেন। স্বဣপ্নভঙ্গ হয় তাঁদের। ফলে এখনও যে এই গল্প দারুণ ভাবে প্রাসঙ্গিক সেটা বলার অপেক্ষা রাখে না।
তবে পরিচালক জানিয়েছেন ছবির প্রস্তুতি হয়ে গেলেও এখনও ছবির জন্য প্রযোজক পাননি তিনি। একাধিক প্রযোজনা সংস্থার সঙ্গে কথা হয়েছে তাঁর। বিষয়টা ফাইনাল হলেই কাজ এগোবেন। তিনি এদিন একই সঙ্গে জানিয়ে দেন ছবি তথা গল্পের নায়ক শ্যামের চরিত্রে টলিউডের এক খ্যাতনামা অভিনেতাকে ভেবেছেন। যদিও এখনই 🍎তিনি তাঁর নাম প্রকাশ্যে আনতে চান না।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঘুণপোকা প্রসঙ্গে
ছয়ের দশকে দেশ পত্রিকায় প্রকাশিত হয় শীর্ষেন্দু মু🍰খোপাধ্যায়ের ঘুণপোকা। গল্পে উঠে এসেছিল শ্যামের কথা। তাঁর উচ্চাকাঙ্ক্ষা, একাকিত্ব, লড়াইয়ের কথা। আধুনিক জীবনে তাঁর নিঃসঙ্গতাময় জীবনের কথা।
আরও পড়ুন: ‘ইরাবতীর চুপকথা’র পর ফের ছোট পর্দায় ফিরছেন মনামী ঘোষ! কোন সিরিয়ালে দেখা মি꧑লবে নায়িকার?
প্রসঙ্গত এর আগেও একাধিকবার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বন করে একাধিক ছবি, সিরিজ তৈরি হয়েছে এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য, হীরের আংটি,🍨 গোয়েন্দা শবর,ꦍ কাগজের বউ, ইত্যাদি।