সোমবারই বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা 𒁃রায়ের অসুস্থতার খবর মিলেছিল। আর এবার হাসপাতালে বিশিষ্ট বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। একই হাসপাতালে ভর্তি রয়েছেন দুই শিল্পী। খবর ছড়াতেই বাঙালিদের কপালে চিন্তার ভাজ। কেমন আছেন তাঁদের প্রিয় লেখক? কীꦅ হয়েছে?
শীর্ষেন্দু-কন্যা দেবলীনা টিভি নাইনকে জানান, রুটিন চেকআপ চলছে 🔴ত꧙াঁর বাবার। বুকে একটি পেসমেকার বসানো ছিল, সেটি বদলানো হয়েছে। সোমবারই সেটি হয়ে গিয়েছে। এখন অনেকটাই সুস্থ তিনি। জেনারেল বেডেই রাখা হয়েছে তাঁকে।
আরও পড়ুন: দীপিকার সঙ্গে♏ প্রেম টেকেনি, চলতি সপ্তাহ༺ে বিয়ে বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থের
সাধারণত রোগীর শরীরে পেসমেকার বসানো থাকলে, তা নির্দিষ্ট সময় পরপর বদলে নিতে হয়। পেসমেকারের কারণে বর্ষীয়ান লেখকের যাতে অন্য কোনও শারীরিক সমস্যꦛা তৈরি না হয়, তাই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালেই হয় এই অপারেশন। পেসমেকার বদলানোর পর সামান্য শ্বাসকষ্ট হচ্ছিল বলে হাসপাতাল সূত্꧒রে খবর। তবে পরিস্থিতি এখন অনেকখানি স্বাভাবিক। ৮৮ বছরের সাহিত্যিক দিন দুয়েকের মধ্যেই ফিরতে পারবেন বাড়ি।
আরও পড়ুন: চকচ🌊কে ছোট কালো পোশাক সোনাক্ষীর, গ্ল্যামারাস ব্যাচেলার পার্টি জাহ🅺িরের হবু বউয়ের
শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প ও উপ্যনাস লিখেছেন শীর্ষেন্দু। ১৯৮৮ সালে মানবজমিন উপ্যনাসের জন্🌱য সাহিত্য একডেমি পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য লেখা উপ্যনাসের মধ্যে মনোজদের অদ্ভুত বাড়ি, গোসাঁই-বাগানের ভূত জনপ্রিয়। শবর দাশগুপ্ত তার সৃষ্ট অন্যতম জনপ্রিয় চরিত্র🐷।
আরও পড়ুন: বিরল স্নায়ুর রোগ, শ্রবণ ক্ষমতা হারিয়েছেন অলকা ইয়াগনিক! ಞগায়িকার হৃদয়বিদারক পোস্ট
তাঁর মনোজদের অদ্ভুত বাড়ি নিয়ে তৈরি সিনেমাতেই কাজ করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। কাকতালীয়ভাবে দুজনে বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন। বাংলা ও বাঙালির প্রিয় এই দুই মানুষ ঠিক হয়ে ফিরুন নিজের বাড়িতে সুস্থ শরীরেಞ, এখন সকলের এই একটাই প্রা♌র্থনা।