আরজি কর কাণ্ড নিয়ে যেখানে এখনও উত্তপ্ত বাংলা। সেখানেই 🐬গত ১৯ অক্টোবর কলকাতার বুকে মঞ্চস্থ হয়ে গেল শ্রেয়া ঘোষালের শো। নেতাজি ইনডোরে বসেছিল আসর। অসংখ্য শ্রোতাদের সামনে সেখানে অন্যান্যবারের মতো শেষ গান মেরে ঢোলনা গাননি তিনি। বরং গেয়েছেন আরজি করের নির্যাতিতাকে উদ্দেশ্য করে একটি গান। আর সেই গানের একাধিক ভিডিয়ো এদিন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: চমকে ভরা কিং! ডন 🍰নয়, বরং একজন আততায়ী হয়ে ধরা দিতে চলেছেন শাহরুখ? সুহানাকে দেখা যাবে কোন চরিত্রে?
কী ঘটেছে?
এদিন শ্রেয়া ঘোষাল আরজি করের নির্যাতিতাকে উদ্দেশ্য করে গান গাওয়ার আগে সকলকে অনুরোধ করেন কেউ যেন গান শুনে হাততালি না দেন। এরপরই যে গান গান শ্রেয়া সেখানে প্রতিটি ছত্রে মেয়েদের সঙ্গে🉐 ঘটে চলা অত্যাচার, তার প্রতিবাদের কথাই উঠে আসে। সেই পারফরমেন্সের ভিডিয়ো এদিন ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে গায়িকা পারফর্ম করার পর এক মুহূর্ত আর স্টেজে দাঁড়াননি। বলেননি ক🤪োনও কথা। চুপচাপ স্টেজ ছেড়ে বেরিয়ে যান। আর তাঁর এই প্রতিবাদ দেখে মুগ্ধ হয়েছেন সকলে।
একদিকে যখন অরিজিৎ সিং জানিয়েছিলেন নির্যাতিতাকে নিয়ে যে গান তিনি বেঁধেছিলেন সেটা তিনি মঞ্চস্থ করবেন না কোনও শোতে, সেখানে শ্রেয়ার এই পারফরমেন্স, এই প্রতিবাদে মুগ্ধ হয়েছেন সকলে। এক ব্যক্তি এই ভিডিয়ো শেয়ার করে লেখেন, 'এমন প্রতিবাদের নজির আগে কখনও দেখেনি শহর কলকাতা। নেতাজি ইনডোর স্টেডিয়াম তখন দর্শকে ছয়লাপ। এতবছর ধরে প্রতিটা কনসার্টেই সর্বশেষ গান হিসেবে 'মেরে ঢোলনা' গেয়ে এসেছেন তিꦯনি। কিন্তু এবার তা হলো না। মেরে ঢোলনা গাওয়া শেষ করে শ্রেয়া বললেন, এর পরের গানে কেউ হাততালি দেবেন না।' আরেকজন লেখেন, 'শুধু শুনুন। গান শেষ হতেই একটা কথাও না বলে সোজা মঞ্চ ছাড়লেন শ্রেয়া। সেই সম্পূর্ণ ভিডিয়োটা রইলো সকলের জন্যে। তিলোত্তমার বুকে প্রতিবাদের স্বরকে তীব্রতর হতে দেখলাম আজ। বেঁচে থাক শ্রেয়া আর ওঁর সঙ্গীত সাধনা।'
আরও পড়ুন: 'মানুষের মনুষ্যত্ব উদযাপন হোক আসল উৎসব'🐲, ঢাকির দেওয়া টাকা হাতে তুলে নিলেন কিঞ্জলরা! দিলেন ধন্যবাদ
অনেকেই সেই ভিডিয়োতে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'অরিজিত সিং থেকে শ্রেয়া ঘোষাল প্রতিবাদী কন্ঠ সুরে স্বরে গা𒀰নে মিলেমিশে সর্বত্র ছড়িয়ে পড়ছে! কিন্তু রাজ্য সরকারের শুভ বুদ্ধির উদয় হচ্ছে না! এটা রাজ্যবাসীর লজ্জা।' আরেকজন লেখেন, 'দুর্দান্ত। চোখে জল চলে এলꦬ।'