২০২৩ সালে বলিউডের খরা কাটিয়েছেন শাহরুখ খ𓄧ান, সানি দেওল, রণবীর কাপুররা। ৩ জনের সিনেমাই ৫০০ কোটির উপর ব্যবসা করেছে ভারতে। তবে এখনও সাফল্যর অভাবে ক্রমাগ𝔉ত ট্রোল হচ্ছেন অক্ষয় কুমার, সলমন খান, আমির খানের মতো তারকারা। এমনকী, নেটিজেনরা মন্তব্য করছেন, তারকাদের কেরিয়ারের গাড়ি নাকি থামার পথে! সময় এসেছে অবসরের।
গত কয়েকবছরে চলেনি সলমন ♊খানের কিসি কা ভাই কিসি কি জান এবং টাইগার ৩। অক্ষয় কুমারের সম্রাট পৃথ্বীরাজ, রাম সেতু, বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ প্রত্যাশিত সাফল্য পায়নি৷ সম্প্রতি এই নিয়ে কথা বললেন শ্রেয়স তালপড়ে। যিনি তার আসন্ন ছবি কর্তাম ভুগতামের মুক্তির জন্য প্রচার করছেন জমিয়ে। সিদ্ধার্থ কান্নানের সঙ্গে কথোপকথনের সময় বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন।
আরও পড়ুন: বৃহস্পতিবার আদৃতে��র হয়ে গেলেন কৌশাম্ব🥃ি! কেমন সাজ ছিল বর ও কনের মায়েদের, দেখুন ছবি
‘লোগ থক গয়ে হ্যায়। লোগ অব ট্রেলার মে পেহচান লেতে হ্যায় কি ইয়ে (ফিল্ম) কেয়া হোগি। ইসকে লিয়ে জানা হ্যায় কি নেহি জানা হ্যায়। (মানুষ ক্লান্ত। এখন ট্রেলার দেখেই সবাই বুঝতে পারছে, এই ছবির গল্প কী হতে চলেছে। সিনেমাটা𝐆 কেমন হবে। এটার জন্য হলে যেতে হবে কি হবে না।)’, বলতে শোনা গেল শ্রেয়াস তলপড়েকে।
আরও পড়ুন: স্লিভলেস ব্লাউজ, ফুলের গয়না, কৌশাম্বির গায়ে হলুদের🌃 সাজ একদম আলাদ! বউমা নিয়ে কী বলেছিল আদৃতের মা
শ্রেয়স নিজের বক্তব্যে আরও যোগ করেন, ‘আমরা যতই প্রচার করি না কেন, দর্শকরা নিজেদের সিদ💜্ধান্ত নেবেন। ট্রেলারের উপর ভিত্তি করেই তাঁরা ঠিক করবে যে হলে গিয়ে তাঁরা সিনেমাটি দেখবে কি না। সঙ্গে দর্শকক মুখে ছড়িয়ে পড়া রিভিউও একটা বড় ফ্যাক্টর, দর্শক যাবে কি না প্রেক্ষাগৃহে।’
আরও পড়ুন: ‘শুয়োরের দৃষ্টꦇিতে গু…’! ফাটা প্য়ান্ট নিয়ে ট্রোল, খচে ꦏলাল সুদীপ খুললেন মুখ
‘এমন হয় না যে কেউ স্টার হয়ে গেল মানেই, তাকে নিয়ে সব সিনেমা চলবে। রাজেশ খান্না স্যারেরও তো লাইন দিয়ে হিট হয়েছিল সিনেমা, তারপর হঠাৎඣ করে একটা সময় চলা বন্ধ হয়ে যায়। এটি ফিল্ম লাইনে শুরু থেকেই হয়ে আসছে। আর পরেও হবে।’, নিজের বক্তব্যকে আরও বিস্তারে বোঝালেন শ্রেয়স।