কিছুদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ভেল সুপারহিরোধর্মী ছবির সঙ্গে 'গেহরাইয়া'-র তুলনা করেছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী। সম্প্রত♛ি সেই প্রসঙ্গ টেনে এই বলি-নায়ক জানালেন যে 'আক্ষরিক অর্থে' মোটেই সেই কথা বোঝাতে চাননি তিনি। পাশাপাশি এও খোলা গলায় জানালেন এহেন বক্তব্য পেশ করার জন্য তাঁকে অবশ্যই ট্রোল করা উচিত।
চলতি মাসেই মুক্তি পেয়েছে পরিচালক শকুন বাত্রার নয়া ছবি 'গেহরাইয়া'। ছবিতে মুখ্যভূমিকায় দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং সিদ্ধান্ত চতুর্বেদীকে। 'বর্তমান ❀সময়ের আধুনিক প্রাপ্তবয়স্ক সম্পর্কের আয়না' হিসেবেই এই ছবিকে ব্যাখ্যা করেছেন পরিচালক। তবে গত ডিসেম্বরে 'গেহরাইয়া'-র ট্রেলার মু🐠ক্তি পাওয়ার পর থেকেই বিভিন্ন কারণে খবরের শিরোনামে এই ছবি।
সম্প্রতি, টুইটারে ফ্যানদের সঙ্গে🐼 আড্ডা দিচ্ছিলেন সিদ্ধান্ত। সেখানেই এক নেট নাগরিক তাঁকে ওই 'মার্ভেল বক্তব্য'-র কথা জিজ্ঞেস করে বসেন। তাঁর জবাবেই নিজের চেনা ছন্দে সিদ্ধান্ত বলছেন, 'অরে বাবা, আমি মোটেই ওই কথা বলতে চাইনি। মানে আক্ষরিক ভাবে আমার সেই বক্তব্যের অর্থ বের না করলেই ভালো।তবে হ্যাঁ, যা বলেছি তার জন্য আমাকে রীতিমতো ট্রোল করা উচিত।' এখানেই না থেমে ওই কমেন্টে সিদ্ধান্ত মজার ছলেআরও বলেছেন, 'আর শোনো আমি কি𝔍ন্তু ব্যাটম্যান।' অভিনেতার এই টুইটের পর অন্য এক নাগরিকের প্রশ্ন, ' সবই তো বুঝলাম কিন্তু ব্যাটম্যান চরিত্রটি তো মার্ভেলর-ই নয়।' তাঁর উদ্দেশে সিদ্ধান্তের জবাব, 'আরে মার্ভেলের তুলনাটা তো স্রেফ এমনি বলেছিলাম। এটাও সেরকমই ধরে নাও। কিন্তু কিছু লোকজন আছেন, যাঁরা এসব নিয়ে মজা করতে পছন্দ করেন তাই...করে নাও মজা।'