আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদের ঝড় গঙ্গা পেরিয়ে পৌঁছে গিয়েছে টেমস কিংবা আতলান্তিক পারে। বাংলার শিল্পীমহল প্রতিবাদে সোচ্চার। সকলে নিজের মতো করে প্রতিবাদে শামিল হচ্ছেন। আরজি কর কাণ্ড নিয়ে শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় স্লোগানꦗ তুলছেন শিলাজিৎ। এবার এই ঘটনা নিয়ে গান বাঁধল🍸েন শিলাজিৎ।
এদিন গিটার হাতে নিয়ಞে জ্য়াম করতে দেখা গেল শিলাজিৎকে। বলীয়ান তাঁর প্রতিবাদী কন্ঠস্বর। তিনি গাইলেন, ‘যদি ভাবো গিটারটা শুধু কাঁধে কাঁধে ঘুরে যাবে, যদি ভাবো সব শুনে, সব বুঝে পাশ ফিরে শোবে, ভুল করছ!! এই গিটারটা বন্দুক হয়ে যেতে পারে…যদি ভয় দেখাও নীল আকাশ টা লালে লাল হয়ে যেতে পারে….যদি চোখ রাঙাও!’
কোনওরকম চোখ রাঙানি বরদাস্ত করবেন না আর, সুবিচারের আশায় 💙বুক বাঁধছেন গায়ক। শিলাজিৎ-এর পোস্টের কমেন্ট 🐓বক্সে একজন লেখেন, ‘যাক কেউ তো একজন আছেন যে এখনো মহানায়ক হননি..’। অপর একজন বলেন,'তোমার শিরদাঁড়া জ্বলতে থাকুক, যে ভাবে বাম শাসনে জ্বালিয়ে রেখে ছিলে'।
কেউ কেউ মজা করে সায়ন্তিকার প্রসঙ্গ টেনে বলেন, ‘দাদা সায়ন্তিকার মতো গিটার বাজাতে হবে’। অনেকেই আকারে ইঙ্গিতে খো🐎ঁচা দেন ‘মহানায়ক’ নচিকেতাকে। এ💦ক শিলাজিৎ অনুগামী লেখেন, ‘উপযুক্ত সময়ে উপযুক্ত গান আবারও গেয়ে শিলাজিৎ প্রমাণ করলো সবাই মহানায়ক হয় না, কেউ কেউ জননায়কও হয়। রাস্তায় নামো ’শিলাজিৎ'।
এদিকে আরজি কর কাণ্ডের তদন্তভার পাওয়ার পর এখনও মুখে কুলুপ সিবিআই-এর। মামলায় সঞ্জয় রায় ছাড়া এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। বৃহস্পতিবার এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে বুধবার ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন সন্দীপ ঘোষ। এই টানা ৬ দিন সিবিআই আধিকারিকদের জেরার মুখে আরজি করের প🤡্রাক্তন অধ্যক্ষ। এর মাঝেই ন্যাশন্যালম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে সন্দীপের নিয়োগ নিয়ে আগেই হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে রাজ্যের, খানিক বাধ্য হয়েই বুধবার এই পদ থেকে সরানো হল সন্দীপকে।