꧋ দক্ষিণে 'পুষ্পা-২' ও 'গেম চেঞ্জার'-এর প্রিমিয়ারে ভিড়ের ঠেলার অনুরাগীর মৃত্যুর ঘটনা তো গোটা দেশ জানে। তবে এরাজ্যে সঙ্গীতশিল্পী জোজোর অনুষ্ঠান ঘিরে যা ঘটল সেটাই বা কম কী! কালনায় জোজোর গান শুনতে গিয়ে ভয়নক অভিজ্ঞতা হল সঙ্গীতপ্রেমীদের। জানা যাচ্ছে কালনার সেই অনুষ্ঠানে প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে গুরুতর জখম হয়েছেন প্রায় ১০ জন। তাঁদের মধ্যে ৬জনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২জনকে অন্যত্র স্থানান্তরিত করে হয়েছে।
🌞 জানা যাচ্ছে কালনায় খাদ্য ও পিঠেপুলি উৎসব চলছে। তখন বাজে রাত ৯টা মঞ্চে গান গাইতে ওঠেন জোজো। সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের গায়িকা পলক মুচ্ছলও। তাঁদের জন্যই ভিড় জমিয়েছিলেন অগণিত লোকজন। সেই ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকেও। বাধ্য হয়ে উৎসব প্রাঙ্গণের দরজা বন্ধ করে দেওয়া হয়। তবে তখনও বাইরে থেকে বহু লোক উৎসব প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করতে থাকেন। আবার অনেকেই ভিড়ের ঠেলায় অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। খুব স্বাভাবিকভাবেই বিশৃঙ্খল তৈরি হয়। ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে যান। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জও করে পুলিশ। আর এই ঘটনায় কমপক্ষে ৮ জন জখম হন। তাঁদের মধ্যে ২ জনের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।