ꩵ ২০২৪ সালটা সেভাবে ভালো যায়নি বলিউডের জন্য। বক্স অফিসে হিটের সংখ্যাও হাতে গোনা। তবে, শেষের দিকে এসে, দিওয়ালির সপ্তাহে বহু ছবিকেই মাত দিয়ে ফেলল ভুল ভুলাইয়া ৩ আর সিংঘম এগেইন। সবচেয়ে বড় কথা, কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিচ্ছে ছবিদুটি। এক চুল জমি ছাড়তেও কেউ রাজি নয়।
দ্বিতীয় রবিবারে ভুল ভুলাইয়ার আয়:
ꦬ১ নভেম্বর মুক্তির পর, ১০ নম্বর দিন, অর্থাৎ দ্বিতীয় রবিবারে ছবি ঘরে তুলল ১৬.৫০ কোটি টাকা। আর যার ফলে হরর কমেডি ঘরানার এই ছবির মোট আয় গিয়ে দাঁড়াল ১৯৯.৫০ কোটিতে। ভুল ভুলাইয়া ৩ IMBD-তে দশের মধ্যে রেটিং পেয়েছে মাত্র ৫.৯। তবে এই রেটিং আটকাতে পারেনি দর্শকের উৎসাহ।
সিংঘম এগেইন কত আয় করল রবিবারে?
𝓡এদিকে রবিবারে সিংঘম এগেইনের আয় ছিল ১৩.২৫ কোটি। আর আপাতত রোহিত শেট্টির কপ ড্রামা ঘরে তুলেছে ২০৬.৫০ কোটি। প্রথম দিকে, ব্যবসার অঙ্কে অনেকখানিই এগিয়ে ছিলেন অজয়। তবে এখন প্রায় রোজই আয় বেশি হচ্ছে ভুল ভুলাইয়ার। ফলে ব্যবসার অঙ্কে যে পার্থক্য, তাও কমছে।
🐲বলে রাখা যাক, প্রথম সপ্তাহে সিংঘম এগেইনের সংগ্রহ ছিল ১৭৩ কোটি। আর ভুল ভুলাইয়া ৩ ঘরে তুলেছিল ১৫৮ কোটি। তবে বর্তমানে আয়ের ফারাক মাত্র ৭ কোটির কাছাকাছি এসে ঠেকেছে।
একাধিক রেকর্ড ভাঙছে ভুল ভুলাইয়া ৩ আর সিংঘম এগেইন:
𒉰ভারতীয় বক্স অফিসে আয়ের নিরিখে কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরির এই ছবি এখনও পর্যন্ত ভুল ভুলাইয়া ২ (১৮৫.৯২ কোটি), দাবাং ২ (১৫৫.০০ কোটি), সূর্যবংশী (১৯৬ কোটি) এবং 'এক থা টাইগার' (১৯৮.৭৮ কোটি) ছবির রেকর্ড ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, উদ্বোধনী দিনের সংগ্রহের ক্ষেত্রেও রেকর্ড গড়েছে BB3। মুক্তির দিন ভারতীয় বক্স অফিসে ৩৬ কোটি ৬০ লাখ টাকা আয় করে ছবিটি। যা অবশ্যই ব্রহ্মাস্ত্র (৩৬ কোটি), আদিপুরুষ (৩৬ কোটি), টাইগার জিন্দা হ্যায় (৩৪ কোটি ১০ লাখ), এক থা টাইগার (৩২ কোটি ৯৩ লাখ), দঙ্গল (২৯ কোটি ৭৮ লাখ), চেন্নাই এক্সপ্রেস (৩৩ কোটি ১২ লাখ) এবং বজরঙ্গি ভাইজানের (২৭ কোটি ২৫ লাখ) মতো সিনেমার ওপেনিং ডে কালেকশনের রেকর্ড ভেঙে।
🎶এদিকে, সিংঘম বিশ্বব্যপী আয় ধরলে পৌঁছে গিয়েছে ৩০০ কোটির ঘরে। আগামী দিনে রোহিত শেট্টির কপ ইউনিভার্সের এই ছবি সলমন খানের 'সুলতান' (৩০০.৪৫ কোটি), রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের 'পদ্মাবত' (৩০২.১৫ কোটি) এবং মাল্টিস্টারার ছবি ওয়ার (৩১৮.০১ কোটি)-সহ বহু বড় সিনেমার রেকর্ড ভেঙে দিতে পারে।