নিউটাউনের এক রেস্তোরাঁর মালিককে সোহম চক্রবর্তী বেধড়ক মেরেছেন বলেই অভিযোগ উঠেছে। সেই ব্যক্তি তাঁর দোকানের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছেন। সেই ♐ঘটনার পর প্রাথমিক ভাবে ক্ষমা চাইলেও পরবর্তীতে অভিনেতা গিয়ে এদিন রেস্তোরাঁর মালিকের নামে থানায় গিয়ে FIR দায়ের করে আসেন।
আরও পড়ুন: দেশাত্মোবোধের ছোঁয়ায় ভরপুর পদাতিকের প্রথম গান, সোনু - অরিজিতের যুগলবন্দি গায়ꦗে কাঁটা দিতে বাধ্য!
কী জানালেন সোহম চক্রবর্তী?
সোহম চক্রবর্তী এদিন জানিয়েছেন নিউটাউনের রেস্তোরাঁর মালিক যে সিসিটিভি ফুটেজ প্রকা🐻শ্যে এনেছেন তার অনেকটাই ডিলিট করে দেওয়া হয়েছে। অর্ধেকটা দেখানো হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই। এরপর তিনি শনিবার সন্ধ্যায় গিয়ে নিউটাউন থানায় সেই রেস্তোরাঁর মালিক এবং ম্যানেজারের নামে FIR দায়ের করেন। অন্যদিকে টেকনো সিটি থানায় রেস্তোরাঁর মালিক অভিনেতার নামে FIR দায়ের করেন।
আরও পড়ুন: কঙ্গনাকে ঠাটিয়ে চড় মহিলা CISF জওয়ানের, আনন𓃲্দে রাজপথে মিষ্টি বিলোচ্ছেন✤ এক ব্যক্তি! দেখুন কাণ্ড
এদিন প্রাথমিক ভাবে সেই রেস্তোরাঁর কর্মীদের বয়ান রেকর্ড করেছে 🌼পুলিশ। সেই বয়ান এবং অভিযোগে নাম করা হয়েছে সোহম এবং তাঁর কয়েক♒জন সঙ্গীদের। তবে সেই ব্যক্তি যাই বলুন অভিনেতা কিন্তু তাঁর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।
সোহম এদিন সাংবাদিকদের জানান, 'আমি তো আর পাগল নই যে এমনি এমনি মেরে দেব। উনি অর্ধেক ঘটনার সিসিটিভি ফুটেজ দেখাচ্ছেন। যেখান থেকে ঘটনার সূত্রপ💟াত সেই বাইরের সিসিটিভি ফ♌ুটেজ কেন প্রকাশ্যে আনছেন না?'
আরও পড়ুন: 'আশা করব আপনি...' য෴াদবপুর থেকে জিততেই সায়নীকে নালিশ ভাস্বরের, কোন পরিষেবা চাই𓂃লেন অভিনেতা?
আরও পড়ুন: 'বিজ্ঞাপনের স্লট নেব কী নেব না...' রবিবার ভ🔜ারতের মুখ🧸োমুখি হওয়ার আগে পাকিস্তানকে খোঁচা জোমাটোর
এদিন আগে কী জানিয়েছিলেন সোহম?
এই বিষয়ে আনন্দবাজারকে সোহম জানান, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করায় আমার মাথা গরম হ๊য়ে গিয়েছিল। আমাকে এব💫ং আমার দেহরক্ষীকেও কটূক্তি করা হয়। তবে জনপ্রিতিনিধি হিসাবে এমন কাজ করা আমার ঠিক হয়নি। আমার ভুল হয়েছে।’