টিআরপি-র লড়াইয়ে গত কয়েক মাসে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে স্টার জলসা। হালে পানি ফেরাতে চ্যানেলে বেশ কিছু রদবদলও হয়েছে। চ্যানেলের সবচেয়ে নতুন সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’র রেজাল্ট দুর্দান্ত, এবার পালা আরও এক নতুন শুরুর। দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে চ্যানেলের আপকামিং শো ‘গাঁটছড়া’র প্রোমো। সেই নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায়, ধারাবাহিকে লিড রোলে থাকছেন শোলাঙ্কি রায় ও গৌরব চট্টোপাধ্যায়, এছাড়াও অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্যের মতো পরিচিত তারকারা থাকছেন এই ছবিতে। সবমিলিয়ে সুপারহিট সিরিয়ালের কাস্টিং। কিন্তু অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের এই শো কোন স্লটে আসবে? সিরিয়ালের সময় বা সম্প্রচারের তারিখ কোনওকিছু নিয়েই মুখ খোলেনি চ্যানেল কর্তৃপক্ষ। তবে এই সিরিয়াল যে প্রাইম টাইমেই আসবে তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে জায়গা ছাড়বে কে? সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে সাতটা-র স্লটে গত কয়েক সপ্তাহে স্টেডি রেজাল্ট স্টারের। অন্যদিকে রাত আটটা থেকে সাড়ে ন-টার স্লটেও চলছে চ্যানেলের মাস কয়েক আগে শুরু হওয়া তিন ধারাবাহিক, ‘ধুলোকণা’, ‘মন ফাগুন’ ও ‘আয় তবে সহচরী’। প্রথম দুটি, কমবেশি সেরা দশের টিআরপি তালিকাতেও জায়গা করে নিচ্ছে। সে জায়গায়, শ্রীময়ী ও খড়কুটোর টিআরপি তুলনামূলক অনেকটা কমেছে। টেলিপাড়ায় জোর জল্পনা, গাঁটছড়ার জন্য জায়াগা ছাড়তে হতে পারে শ্রীময়ীকে। তবে কি এই সিরিয়াল শেষ হবে? আজ্ঞে না। শোনা যাচ্ছে, রাত এগারোটার স্লটে শীঘ্রই শেষ হবে ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’। ওই স্লটে পাঠিয়ে দেওয়া হবে শ্রীময়ীকে। এবং সন্ধ্যা ৭-টায় শুরু হবে ‘গাঁটছড়া’। যদিও এই নিয়ে মুখু কুলুপ চ্যানেল কর্তৃপক্ষের। কেমন হবে গাঁটছড়ার গল্প? বিখ্যাত হিরের ব্যবসায়ী সিংহ রায় বাড়ির তিন ছেলে আর মধ্যবিত্ত ভট্টাচার্য বাড়ির তিন মেয়েকে ঘিরেই এগোবে এই ধারাবাহিক। হাতের কাজে পটু ভট্টাচার্য বাড়ির মেজো মেয়ে খড়ি, দিদির (শ্রীমা ভট্টাচার্য) মতো ফটফট ইংরাজি জানে না, সাজগোজ থেকেও শত হস্ত দূরে সে। তাঁদের মা চায় বড়োলোক ছেলের সঙ্গে মেয়েদের বিয়ে দিতে। মনের মতো পাত্রের খোঁজ পেতেই সিংহ রায় বাড়ির পুজোয় হাজির ভট্টাচার্য পরিবার। সেখানে রয়েছে তিন এলিজেবল ব্যাচেলার। মিস্টার পারফেক্ট গৌরব (বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান সিংহ রায়) প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে শ্রীমাকে। কিন্তু বিধাতার লেখনি অন্যকিছু। খড়ির সঙ্গেই ঋদ্ধিমান সিংহ রায়ের গাঁটছড়া বাঁধা রয়েছে আগে থেকেই, কারণ ‘কার মনে কে দেয় ধরা, সবই নাকি আগে থেকে ঠিক করা….’।সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে ‘গাঁটছড়া’।