নয়ের দশকে সোনালি বেন্দ্রের রূপে মুগ্ধ ছিল গোটা বলিউড। রাজ ঠাকরে থেকে শুরু করে শোয়েব আখতার, তাঁর প্রেমে পড়ে ঘরবাড়ি ছাড়তে রাজি হয়েছিলেন অনেকেই। এ হেন নায়ি🅘কাকেও এক সময় চেহারার জন্য কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন সোনালি স্বয়ং🎃।
সোনালি বলেন, 'নয়ের দশকে কেউ রোগা হলে বলিউডে তাকে সুন্দ🅰র বলে গণ্য করা হত না। হৃষ্টপুষ্ট নায়িকাদের পছন্দ করা হত। আমাকে বলা হয়েছিল, সে রকম চেহারা না হলে আমাকে একজন নারীর মতো দেখাবে না।'
সোনালি প্রথম নন। অতীতে মাধুরী দীক্ষিতও বলিউডের বডি শেমিং নিয়ে কথা বলেছিলেন। জানিয়েছিলেন, চেহারার জন্য একাধিক বার কটূক্তির মুখে পড়তে হয় তাঁকে। 'মোটা' হওয়ার উপদেশও পেয়েছিলেন।(আরও পড়ুন: ৪ বছর আগে ক্যানসারে আক্রান্ত হন সোনালী বেন্দ্রে! ফিরে দেখলেন হাসপাতালের দিনগুলি)
এ বিষয়ে সোনালি বলেন, 'আমি মনে করি, সমাজে বডি শেমিংয়ের অস্তিত্ব থাকা উচিত নয়। ছোট্ট মেয়েরা এই ধরনের ধারণা নিয়ে বড় হচ্ছে। তারা পাগলের মতো ডায়েটিং করছে। মানুষ ভুলে যাচ্ছে পুরো বিষয়টা মোটেই স্বাস্থ্যকর নয়।'(আরও পড়ুন: ‘আন্ডার ওয়ার্ল্ডের কারণে হাত থেকে ছবির কাজ চলে গেছে’, বিস্ফোরক সোনালি বেন্দ্রে!)
প্রাণঘাতী ক্যানসারের সঙ্গে দীর্ঘ দিন লড়াই চালিয়েছেন সোনালি। দীর্ঘ দিন নিউ ইয়র্কের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে জয়ী হয়ে ফিরেছেন। সেরে ওঠার পর অনেকটা সময় পর্দায় দেখা যায়নি তাঁকে। গত বছর 'সুপার ডান্সার'-এ বিচারকের আসনে বসেন অভিনেত্রী। সম্প্রতি 'দ্য ব্রোকেন নিউজ' নামে একটি সিরিজেও অভিনয় করেন তিনি।(আরও পড়ুন: OTT-তে ডেবিউ! বলিউডে ‘চলে যাচ্ছে’ অ্যাটিটিউড বেশিদিন চলবে না, মন্তব্য সোনালির)
নয়ের দশকে সোনালি মানেই এক আলাদা আবেদন। ‘নরাজ’, ‘জখম’, ‘অঙ্💟গারে’-র মতো সব ছবি চলেছিল মূলত তাঁর নামেই। সোনালির অভিনয় দক্ষতা আর সহজাত সৌন্দর্যের মিশেলে বুঁদ ছিলেন দর্শক।