দক্🍒ষিণ মুম্বই-এর সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী অঞ্চল কালা ঘোড়ার আইকনিক মিউজিক স্টোর রিদম হাউস কিনে নিলেন সোনম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজার মালিকানাধীন 'ভানে গ্রুপ'। জানা যাচ্ছে, ৪৭৮.৪ মিলিয়ন রুপিতে (৫.৭ মিলিয়ন ডলার) কেনা হয়েছে এই মিউজিক স্টোরি।
ফায়ারস্টার ডায়মন্ড ইไন্টারন্যাশনালের মালিক নীরব মোদী কোটি কোটি ডলার ব্যাঙ্ক ঋণ পরিশোধ না করায় ২০১৮ সালে ৩৬০০ বর্গফুটের রিদম হাউসটি বন্ধ করে দেওয়া হয়।ভারতীয় দেউলিয়া আদালত কর্তৃক নিযুক্ত একজন রেজোলিউশন পেশাদার স্টোর বিক্রির তদারকি করে। তাঁরা ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এই রিদম হাউস বিক্রির চুক্তির মূল্য নিশ্চিত করে জানিয়েছেন। ফায়ারস্টারের সম্পত্তি বিক্রির দায়িত্বে থাকা সরকারি লিকুইডেটর শান্তনু টি রায় বলেন, ‘স্টেকহোল্ডার কমিটি ৪৭ কোটি ৮৪ লক্ষ টাকায় রিদম হাউসꦗ বিক্রির অনুমোদন দিয়েছে।’
আরও পড়ুন-একই ড্রেস বারবার, কে কী বলল তাতে ভারী বয়ে🅘ই গেল! বিয়ের লেহেঙ্গা পরেই দিওয়ালি পার্টিতে আলিয়া
আরও♌ পড়ুন-'ক্রেজি নেহি কপি কিয়া রে…', ঐশ্বর্যকে নকল! নেটিজেনদের কাছে ধরা পড়ে গেলেন কৃতি শ্যানন
পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভানে-র একজন মুখপাত্র রিদম হাউস কেনার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও তাঁরা এই চুক্তির মূল্য জানাতে অস্বীকার করেন। এই সংস্থাটি শাহী এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের একটা শ🎀াখা, আনন্দের বাবা হরিশ আহুজার মালিকানাধীন। ভারতের বৃহত্তম পোশাক প্রস্তুতকারকদের মধ্যে একটি যা ইউনিক্লো, ডিক্যাথলন এবং এইচএন্ড এম সহ আন্তর্জাতিক ব্র্যা🐭ন্ডগুলিকে পোশাক সরবরাহ করে।