রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বাকিংহাম প্যালেসের রাজ্যপাট এখম ছেলে চার্লসের হাতে। গত বছর সিংহাসনে বসলেও এখনও আনুষ্ঠানিক অভিষেক হয়নি তাঁর। আগামী ৬ মে মাসে সেই অ⛎নুষ্ঠানই হতে চলেছে। আর ৭ মে হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে থাকবেন হলিউড তারকা টম ক💦্রুজ, মিউজিক্যাল গ্রুপ দ্য পুসিক্যাট ডলস থেকে আরও অনেকেই। এদেশ থেকে ডাক পেয়েছেন সোনম কাপুর। ওইদিন কমনওয়েলস ভার্চুয়াল কয়্যারে যোগ দিতে চলেছেন তিনি, সেখবর নিজেই জানিয়েছেন সোনম।
প্রসঙ্গত ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পর লন্ডনেই থাকেন সোনম। 👍সেখানে আনন্দ ও সোনমের বাড়িও রয়েছে। ইংল্যান্ডের রাজপ্রাসাদের অনুষ্ঠানে এটাই সোনমের প্রথম উপস্থিতি হতে চলেছে। এবিষয়ে সোনম বলেন, ‘শিল্পের প্রতি রাজা চার্লসের ভালোবাসার কথা মাথায় রেখেই কমনওয়েলস ভার্চুয়াল কয়্যার এই অনুষ্ঠানের আয়োজন করছে। তাতে যোগ দেওয়ার ডাক পেয়ে আমি আনন্দিত। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন টম ক্রুজ, কেটি পেরি, লাওনেল 🌃রিচির মতো তারকারও।’
আরও পড়ুন-মা হতে ডিম্বানু সংরক্ষণꦬ করি, টানা একমাস ব্যায়বহুল ইনজেক𝔉শন নিয়েছি: প্রিয়াঙ্কা
ব্রিটেনের রাজপরিবারের রীতি অনুযায়ী রাজ্যাভিষেকের সময় বিশেষ ধরনের পাজামা ও সিল্কের মোজা পরে থাকেন রাজা। যদিও এবার নাকি চার্লস এই নিয়ম মানছেন না। তাঁর পরনে থাকবেন সেনাবাহিনীর পোশাক। একাধিক আলোচনার পরই নাকি এই সিদ্ধান্ত হয়েছে। ৬ মে ওয়ে♐স্টমিনিস্টার অ্যাবেতে অভিষেকের সময় রাজা চার্লসের পাশে থাকবেন স্ত্রী ক্যামিলা। আর তার ঠিক পরদিনই রাজপ্রাসাদে থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।