ব্রিটেনের রাজপাঠ এখন চার্লসের হাতে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গতবছরই সিংহাসনে বসেছেন ꦦতিনি। ৬ মে শনিবার হয়েছে তার আনুষ্ঠানিক অভিষেক। ৭ মে রবিবার ছিল কমনওয়েলস ভার্চুয়াল কয়্যারের করোনেশন কনসার্ট। সেখ꧅ানেই আমন্ত্রিত ছিলেন সোনম কাপুর। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মঞ্চে উঠে হিন্দিতেই সোনমকে বলতে শোনা গেল 'নমস্তে'…।
কমনওয়ে🌼লস ভার্চুয়াল কয়্যারের অনুষ্ঠানে এদিন অনামিকা খান্না ও এমিলিয়া উইকস্টেড যৌথ ডিজাইনে তৈরি ক্লাসি বার্ডট গাউনে সোনমক দেখাচ্ছিল মোহময়ী। সেই মুহূর্ত সোস্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ঐতিহ্যাসিক মুহূর্তে ফ্যাশান প্রয়োজন বৈকি। এই অনুষ্ঠানে ডাক পেয়েছি, তাই নিজেকে আমি সৌভাগ্যবান এবং সম্মানিত বোধ করছি। অনুষ্ঠানে যোগ দিতে জন্য দুই দেশের ফ্যাশান ডিজাইনারের পোশাক পরেছি।’ 🥃প্রসঙ্গত ১৭ ও ১৮ শতকের শিল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে সোনমের এই পোশাক।
সোশ্যাল মিডিয়ায় সোনমের কমনওয়েলস ভার্চুয়াল কয়্যারের অনুষ্ঠানে যোগ দেওয়ার ভিডিয়ো পোℱস্ট করে মা সুনীতা কাপুর লিখেছেন, ‘আমি গর্বিত! এমন একটি সম্মান!’ সুনীতা কাপুরের এই পোস্টের উত্তরে সোনম পাল্টা লিখেছেন, ‘তোমায় ভালোবাসি’। কমেন্টে ভালোবাসা প্রকাশ করেছেন তুতো ভাই অর্জুন কাপুর, কাকা সঞ্চয় কাপুর, কাকিমা মাহিপ কাপুর। প্রসঙ্গত এই অনুষ্ঠানে ৫৬টি কমনওয়েলথ দেশের গায়ক, শিল্পী সহ অনেকেই যোগ দিয়েছিলেন। 'নমস্তে' দিয়ে বক্তব্য শুরু করার পর সোনমকে দেশের বৈচিত্র্য মধ্যে ঐক্যের কথা বলতে শোনা যায়।
আর꧙ও পড়ুন-পাপারাৎজোর মায়♎ের সঙ্গে হাত ধরে আলিয়ার কথা, বললেন, ‘আপনার ছেলে আমায় বড়ই বিরক্ত করেন…’