'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির গানকে কেন্দ্র করে মন কষাকষির পর ফের একবার সংগীত পরিচালক প্রীতমের সুরে 'লাল সিং চাড্ডা' ছবিতে গান গ🤪াইলেন সোনু।তা কেন ফের প্রীতমের সুরে গান গাইতে রাজি হলেন তিনি? সেসব নিয়েই মুখ খুললেন সোনু।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকা🏅রে এই জনপ্রিয় বলি-গায়ক জানান গত কয়েক বছর ধরে একটি ট্রেন্ড শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। বেশ কয়েকজন গায়ককে দিয়ে ছবিৰ একটি গান গাওয়ানো হয়। এরপর তাঁদের গাওয়া গানের সেই স্ক্র্যাচ শুনে বেছে নেওয়া হয় যেকোনও একজনকে। এরকমই হয়েছিল সোনু নিগমের ক্ষেত্রেও! আর তা করেছিলেন প্রীতম। সোনুর কথাতেই জানা গেল 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির 'শুভানাল্♋লাহ' গানখানা প্রথমে গেয়েছিলেন সোনু। জনপ্রিয় এই গায়কের দাবি, ‘যথেষ্ট সুন্দর গেয়েছিলাম।'
তবে শেষমেশ ভাগ্যে শিকে ছিঁড়ে পড়ে শ্রীরামা চন্দ্র-র। তাঁর গাওয়া 'শুভানাল্লাহ'-ই শ্রোতা ও দর্শক শুনতে পেয়েছিল রণবীর-দীপিকা অভিনীত সেই সুপারহিট ছবিতে। প্রসঙ্গত, জনপ্রিয় রিয়েলিটি শো 'ইন্ডিয়ান আইডল' এর পাঁচ নম্বর সিজনের বিজয়ী ছিলেন শ্রীরামা চন্দ্র। অন্যদিকে ওই রিয়েলিটি শো-এর ১, ২ এবং ৯ নম্বর সিজনের অন্যতম বিচারক হিসেবে দেখা গিয়েছিল সোনু-কে। স্বাভাবিকভাবেই প্রীতমের এই কীর্তি মোটেই সহজভাবে নেননি সোনু। যথেষ্ট খারাপ লেগেছ🀅িল তাঁর। তাঁকে সোনু জানিয়েছিলেন সে যেন আর তাঁর সঙ্গে𒈔 যোগাযোগ না করে গান গাওয়ানোর ব্যাপারে। এরপরএরপর আর দীর্ঘ বছর প্রীতমের সঙ্গে কাজ করেননি সোনু।
তবে প্রীতমের সুরে চলতি বছর 'লাল সিং চাড্ডা' ছবিতে একটি গান গেয়েছেন সোনু। তা গান গাইতে কেন রাজি হলেন তিনি? জবাবে বিখ্যাত এই বলি-গায়ক জানান, প্রীতম তাঁকে নিজে ফোন করে অনুরোধ করেছিলেন। সঙ্গে জানান সংগীত পরিচালক হিসেবে তাঁর প্রথম ছবিতেই গান গেয়েছিলে꧒ন সোনু। আর জোর গলায় জানিয়েছিলেন সোনু-ই এই ছবিতে গান গাইবেন। তাঁর বদলে অন্য কোনও গায়ক এই গাইবেন না। কোনও বাছাই পর্ব থাকবে না তাঁর ক্ষেত্রে। শুধু তাই নয়, প্রীতমের থেকেই সোনু জানতে পারেন𒆙 ছবির নায়ক তথা প্রযোজক আমির খান নিজেই চাইছেন সোনুর গান যেন তাঁর লিপে থাকে। অতএব...