২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠায় রা🌌মমন্দিরে। এ দিন সরযূ নদীর তীরে পৌঁছে গিয়েছিলেন বিভিন্ন জগতের তারকা থেকে রাজনীতিবিদরা। গায়ক সোনু নিগম ছিলেন প্রথম গায়ক যিনি অযোধ্যার শ্রী রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন।
এ দিন সাদা পোশাকে মঞ্চে সঙ্গীত পরিবেশন করছেন সোনু। কপালে কমলা রঙের টিকা। গায়কের কণ্ঠে ‘রাম সিয়া রাম, সিয়া রাম জয় জয় রাম’ গানটি শুনে চোখে জল এসেছিল অনেকেরই। এ বিষয় হিন্দুস্তান টাইমসকে সোনু জানিয়েছেন, ‘১২০টা দেশ দেখেছে এমন একটা ইভেন্টে গান গেয়েছি, তাও কোনও রিহার্সাল ছাড়াই। শ্রীরামের উপর ছেড়ে দিলাম, সত্যি রাম ভরসা’। আরও পড়ুন: 'ফাইটার'-এর স্ক্রিনিংয়ে যোগ ꦆদেন শাহরুখ, হাজি꧑র সুজান-সাবাও! কী হল তার পরে
পদ্মশ্রী প্রাপ্ত গায়ক যিনি রাম সিয়া রাম এবং রাম ধুনি গেয়েছিলেন, তিনি আরও জানিয়েছেন তাঁর প্রয়াত মায়ের ভক্তিমূলক সঙ্গীতের প্রতি ভালোবাসা ছিল। গায়কের𒁃 কথায়, ‘আমি খুব ছোটবেলা থেকেই ভক্তিমূলক গান গেয়ে আসছি কারণ আমার মা আমার কণ্ঠে গান শুনতে পছন্দ করতেন। তিনি এখন নেই, তবে আমার গান গাওয়ার সময় আমার চারপাশে তাঁর উপস্থিতি, ভালোবাসা এবং যত্ন অনুভব করতে পারি’।