সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই বাংলার দাদা। তাঁকে বর্তমানে জি বাংলার দাদাগিরি ১০ এর সঞ্চাꦕলনা করতে দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য কাজকর্ম তো আছেই। তবে এই বিশেষ দিনে বাকি সবার মতোই তিনিও সামিল হয়েছেন সরস্বতী দেবীর আরাধনায়। আজ বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে বাংলার ঘরে ঘরে, স্কুল, কলেজে চলছে সরস্বতী পুজো। বাদ গেল না বেহালা চৌরাস্তার গঙ্গোপাধ্যায় বাড়ি। সেখানেও সাড়ম্বরে আয়োজিতꦿ হল বাগদেবীর আরাধনা।
সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের সরস্বতী পুজো
এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁদের বাড়ির পুজোর একটি আপডেট দিয়ে ছবি পোস্ট করেন। সেটা ন🥃িমেষেই ভাইরাল হয়ে যায়। তাঁর গুণমুগ্ধরা সেই পোস্টে তাঁকে বসন্ত পঞ্চমীর শুভে꧒চ্ছা জানিয়েছেন তাঁকে।
আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডেতে সৃজিতের উপহার ভালোবাসার গান, মোনালির কণ্ঠ🐻ে 'সাইয়া বেইমা𒀰ন' যেন মন খারাপির সুর
এদিন দেবী সরস্বতীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁর সঙ্গে ডোনাকেও দেখা যাচ্ছে। সৌরভ গঙ্গ💖োপাধ্যায়ের পরনে হলুদ পঞ্জাবি এবং সাদা পায়জামা। অন্যদিকে ডোনার পরনে হলুদ সাদা চুড়িদার। দুজনে পাশাপাশি হাসিཧমুখ দাঁড়িয়ে আছেন। সঙ্গে পিছনে দেখা যাচ্ছে দেবী সরস্বতীকেও।
এই ছবিটি পোস্ট করে স🐻ৌরভ লিখেছেন, 'সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। আনন্দ 💞সহকারে, ভালোবাসায়, শিক্ষণীয় এবং মজা করে কাটুক দিনটা।'
কে কী বলছেন?
অনেকেই সৌরভের এই পোস্টে তাঁকে এবং তাঁর গোটা পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আপনাদেরকেও শুভেচ্ছা। বিশেষ দিনটি ভালো করে কাটান।' আরেক ব্যক্তি লেখেন, 'দাদা আপনাদের দারুণ লাগছে। আপনার অবদান ভারতীয় ক্রিকেটে অন🍌স্বীকার্য। ভালো থাকবেন।' তৃতীয়জন লেখেন, 'বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে সকলকে সরস্🦩বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।'
প্রসঙ্গত বর্তমানে হার্ট অ্যাটাক হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। সম্প্রতি মিঠুন যখন সেইജ একই হাসপাতাল ছাড়া পানꦺ, তথ্য। তিনি তাঁর সঙ্গে দেখা করে আসেন।