শ্রীলেখা মিত্র বরাবরই স্পষ্ট বক্তা। যে কোনও বিষয়ে তাঁর মন্তব্য সুস্পষ্ট ভাবে জানিয়ে দিতেই পছন্দ করেন। বাদ দেন না প্রতিবাদ করতে। এবার এ হেন অভি🐼নেত্রীই কিনা সাইবার ক্রাইমের শিকার হলেন! কী ঘটনা ঘটেছে শ্রীলেখার সঙ্গে?
সাইবার ক্রাইমের শিকার শ্রীলেখা মিত্র
এদিন শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে জানান যে তিনি সাইবার ক্রাইমের শিকার। কিন্তু ঠিক কী ঘটেছে? এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি♓ নিজেকে শ্রীলেখা মিত্র বলে দাবি করে অভিনেত্রীর নম্বর টেলিগܫ্রাম থেকে ছড়িয়ে দিচ্ছেন।
আরও পড়ুন: 'যে খাবারগুলো কেউ খ🀅েত না...꧑' অতিথিদের বাসি খাবার খেতে দেন! গোমাংসের পর ফের বিতর্কে জড়ালেন সুদীপা
এদিন শ্রীলেখা তাঁর ফেসবুকের পোস্টে লেখেন, 'অজ্ঞাত পরিচয় ব্যক্তি শ্রীলেখা মিত্র নাম নিয়ে টেলিগ্রামে আমার নম্বর শেয়ার করে🔯 দিচ্ছে। রোজ🌠 অন্তত ১০ থেকে ১৫ জন অদ্ভুত ধরনের ফোন কল পাচ্ছি যাঁরা দাবি করছেন যে তাঁরা নাকি টেলিগ্রামে আমার সঙ্গে কথা বলেছেন।' তিনি এদিন আরও লেখেন 'কার পাকা ধানে মই দিয়েছি রে বাবা? এখনও কে আমায় এতটা ভয় পায়? কে আপনি?'
⛦অনেকেই এই ঘটনা জেনে অবাক হয়েছেন। এক ব্যক্তি অভিনেত্রীর পোস্টে তাঁকে বুদ্ধি দিয়ে লেখেন, 'এসব কলগুলোকে সোজা ব্লক করো। যে করেছে সে অসভ্যতা করেছে। জলদি সব ব্লক করো।'