মঙ্গলবার দুর্গাপুজোর কার্নিভাল বনাম দ্রোহের কার্নিভাল নিয়ে বেশ উত্তপ্ত ছিল সোশ্যাল মিডিয়া। বহু তারকা যেমন এলেন না এবার রেড রোডের কার্নিভাল🌄ে, তেমনই অনেকে ভাগ নেন দ্রোহের কার্নিভালে। দেখা গিয়েছিল শ্রীলেখা মিত্র, দেবলীনা দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীরা। তাঁরা সকলে গলায় গলা মিলিয়ে বিচার চেয়েছেন আরজি কর নির্যাতিতার হয়ে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সরকার আয়োজিত কার্নিভালের ভিডিয়ো। যেখানে মুখ্যমন্ত্রী কখনো ডান্ডিয়া নাচলেন, কখনো আবার তাঁর গানে নেচে তাক লাগালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বলে রাখা ভালো, আরজি কর নিয়ে সেই ১৪ অগস্ট রাত থেকেই বেদম ট্রোল তাঁকে ঘিরে। শাঁখ বাজানোর ভিডিয়োটি নিয়ে, কম কটাক্ষ শুনতে হয়নি। শুধু সাধারণ মানুষ নন, ঋতুপর্ণাকে সেইসময় বিঁধেছিলেন তারকা থেকে রাজনীতিবিদরাও। এরপর তিনি শ্যামবাজা🐓রে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে ফিরে আসেন ‘গো ব্যাক’ স্লোগান শুনে।
আরও পড়ুন: সলমন খানকে ༒বার্তা দিতেই বিষ্ণোই গ্যাং হত্যা করল বাবা সিদ্দিকিকেꦬ? বাড়ছে সন্দেহ
মঙ্গলবার ঋতুপর্ণাকে দেখা গেল দুর্গাপুজোর কার্নিভালে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া ও লেখা গানে নৃত্য পরিবেশন করেন। যে ছবি-ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই মিমের ছড়াছড়ি। একটিতে তো মমতা আর ঋতুপর্ণাকে পাশাপাশি কথা বলতে দেখা গিয়েছে। সেরকমই ছবি শেয়ার করে শ্রীলেখা ফেসবুকে লিখলেন, ‘কীসের যেন এপিঠ-ওপিঠ বলে꧙। ছিঃ ধিক্কার জানালাম। আমার দেওয়া নামটা এতদিনে নিশ্চয়ই সবাই জেনে গেছেন ***না’।
আরও পড়ুন: জুন পারলেও, পারলেন না রচনা! ডান্ডিয়া থামিয়ে 💦বকা মᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚমতার, ‘লাঠির বাড়ি’ পড়ল নাকি?
সেখানে নেটিজেনরা নিজেদের মতো করে বিশ্লেষণ করেছেন মমতা আর ঋতুপর্ণার মধ্যে কী ব্যাপারে কথা হতে পারে। একজন লিখেছেন, ‘শ্যামবাজারের ব্যাপারটা নিয়ে নালিশ করছে বোধহয়। অথবা বলছে ভুল করে চলে গেছিল’। তাতে শ্রীলেখা জবাব দেন, ‘দুটোই স্কিমবাজ।’ আরেকজন মন্তব্য করেন, ‘ঋতু- পিসি আমি ডাক্তারদের ওখানে গেছিলাম ওরা গো ব্যাক বলেছে/ পিসি - ওসব কথা বাদ দে এখন নাচ!’ তৃতীয়জন লিখলেন, ‘এনাকে 'গোব্যাক' দেওয়া হয়ে꧒ছিল বলে কিছু জনের গায়ে ফোস্কা পড়েছিল। আজ এই কাছে টেনে নেওয়াতে তাঁদের সেই ফোস্কার ওপর পর্যাপ্ত শান্তিজল বর্ষিত হয়েছে আশা করি।’
আরও পড়ুন: অরিজিৎকে নকল ইন্ডিয়ান আইডল প্রতিয🤡োগীর! বিশাল রে🔯গে বললেন, ‘রেস্তোরাঁয় গাইতে হবে সারাজীবন’
♚ প্রসঙ্গত, শ্যামবাজারে যখন ঋতুপর্ণাকে গো ব্যাক বলা হয়, ও সেখানে জমায়েত হওয়া প্রতিবাদীরা ‘চড়াও হয়’, তখন তার প্রতিবাদ করেছলেন স্বস্তিকা, সুদীপ্তা, পরমব্রতর মতো তারকারা। খেয়াল করলে দেখা যাবে, যারা আরজি করের ঘটনার বিচার চেয়ে সক্রিয়ভাবে রাস্তায় নেমেছিলেন, ত⛦েমন কোনো তারকাই আসেননি কার্নিভালে। ব্যতিক্রমী শুধুই ঋতুপর্ণা সেনগুপ্ত। আর সেই কারণে, নেটিজেনদের রোষ যেন আরও বেড়েছে।