আরজি কর কাণ্ডে শুরু থ🐟েকেই সরব শ্রীলেখা মিত্র। ঘটনার প্রতিবাদে সাধারণের সঙ্গে পা 🍎মিলিয়ে পথে নেমেছেন অভিনেত্রী। এমনকি মুখ্যমন্ত্রী উদ্দেশ্যও প্রশ্ন ছু়ড়ে দিয়েছেন তিনি। এবার আরজি-করের ঘটনায় খোদ সকলের 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করতেও ছাড়লেন না শ্রীলেখা।
কিন্তু কেন 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ে꧋র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা? কী বলেছেন তিনি?
বৃহস্পতিবার পথে নেমে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখাকে বলতে শোনা গেল, ‘সরি টু সে সৌরভ গাঙ্গুলি। সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকে𒅌ট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন। তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো!… এইসব সোহম হর্লিক্সের পার্টি, তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই🌃 মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় হয়ে গিয়েছে। যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি, তাঁরা মানুষ বলার যোগ্য নয়। তাঁদের টেনে নামিয়ে আনো নীচে।’
শ্রীলেখার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তাঁকে সমর্থন করে লোকজনের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘তুমি সত্যিই সাহসী দিদি।’ কারোর মন্তব্য, ‘একদম ঠিক কথা বলেছো দিদি।’ কারোর বক্তব্য, ‘সৌরভ গাঙ্গুলির মতো স্বার্থপর আর আত্মকেদ্রীক ব্যক্তি আর দুটো হয়না। আগে খুব সম্মান করতাম। আর করিনা ছিঃ’। কেউ লিখেছেন, ‘সৌরভ গাঙ্গুলির মতামত দেখে খুবই মর্মাহত হলাম।তোমায় মন থেকে অনেক ভালোবাসতাম।তুমি খেলা ছেড়ে দিলে-সেদিন থেকে আমিও ক্রিকেট দেখা বন্ধ করলাম।-তুমি একজন আদর্শ মেয়ের বাবা--তোমার মুখে এই কথা টা শোভা পায় না।যে মেয়েটি এত নির্যাতন সহ্য করে মৃত্যুর কোলে ঢোলে পড়লো-তার জন্য একটুও কষ্ট হ💛লো না তোমার?’ এমনই অজস্র মন্তব্য উঠে এসেছে।
কিনত্ আরজি কাণ্ডে বহু মানুষ যখন প্রতিবাদের সুর চড়িয়েছে𓃲ন, তখন ঠিক কী বক্তব্য রেখেছেন সৌরভ?
সৌরভ বলেন, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় যে বা যারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত, যাতে দোষী বা দোষীদের কঠোর শাস্তি দেওয়া যায়। সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থꩵা মজবুত করা উচিত। আরজি করে যেরকম ঘটনা ঘটেছে, তা যে 🅷কোনও জায়গায় ঘটতে পারে।
তবে আবার সৌরভ এও বলেছেন, 'একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়। এতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটাও ভা﷽বার দরকার নেই। রাজ্য হিসেবে পশ্চি🐷মবঙ্গ ভালো। পশ্চিমবঙ্গ-সহ ভারতের সর্বত্র মহিলাদের সুরক্ষা আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে। যাতে এরকম ঘটনা বন্ধ করা যায়, তা নিশ্চিত করতে হবে।
তবে আর জি করের মতো ঘটনা ঘটার পরও এরাজ্যের মহিলা সুরক্ষিত। সৌর💟ভ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্য কোনওভাবেই মান๊তে পারছেন না শ্রীলেখা।