আদিত্যবিক্রম সেনগুপ্ত পরিচালিত ‘ওয়ান্স আ༺পন আ টাইম ইন ক্যালকাটা’। ভেনিস চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে এই ছবি। ৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে ছবির। একমাত্র ভারতীয় ছবি যেটি হরাইজ়নস বিভাগে প্রতিযোগিতায় যোগদান করেছে। ছবিতে প্🏅রধান চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র।
ছবির সুবাদে আপতত সুদূর ভেনিসে শ্রীলেখা মিত্র। সুইৎজারল্যান্ড সফর শেষ করে এখন ভেনিসে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ৭ সেপ্টেম্বর প্রিম꧃িয়ার হবে আদিত্যবিক্রমের এই ছবি। ওই দিন বঙ্গ ললনার বেশে শাড়ি পরে রেড কার্প♛েটে হাঁটবেন অভিনেত্রী। তার আগেই শহরের সঙ্গে একটু সখ্যতা সারছেন শ্রীলেখা। ঘুরতে ঘুরতে গত রাতে এক রেস্তরাঁয় খেতে যান তিনি। আর সেখানেই বিয়ের প্রস্তাব পান অভিনেত্রী স্থানীয় রেস্তরাঁর এক সুদর্শন যুবক ‘ওয়েটার’-এর কাছে।
এদিনের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার ক𒉰রেন অভিনেত্রী। ক্যাপশনে লেখা, ‘এই সেই কালনাগিনী মাছܫ (সঙ্গে জুড়ে দেন রাগের ইমোজি)। সুন্দর দেখতে ছেলে দেখে দাম জিজ্ঞেস না করার ফলে এই যে বিল’।
অভিনেত্রীর কথায়, খালের পাশে এক রেস্তোরাঁ পছন্দ হতেই প্রবেশ করেন তিনি। সামনে এসে দাঁড়ান এই সুপুরুষ যুবক। দুজনের কথোপকথন হয়। জানান, ছেলেটি রেস্তরাঁর কাজের পাশাপাশি মডেলিং করেꦺন। তাঁকে বিয়ের প্রস্তাবও দেন। অভিনেত্রী কিছু না ভেবেই মাছের অর্ডার দেন। খাওয়ার শেষে বিল হাতে পেতেই চোখ কপালে শ্রীলেখার। এক প্লেট মাছের দাম ৬৩ ইউরো! যদিও এবিষয় অভিনেত্রীর মন্তব্য, এত ছোট ছেল💟েকে সামলানো তাঁর পক্ষে দায়। সে তাঁর মেয়ে মাইয়্যার প্রেমিক হওয়ার যোগ্য!