পঞ্জিকা মতে, শনিবারই শেষ হয়ে গিয়েছে এবারের দুর্গা পুজো। মা স♈পরিবারের ফেরত চলে গিয়েছেন কৈলাশে। তবে বাঙালির মন যেไন ভরেনি। এক তো, আরজি কর আবহ, জুনিয়র ডাক্তারদের অনশন, তারওপর দুর্গা মায়ের একদিন আগেই চলে যাওয়া।
শ্রীলেখা মিত্র রবিবার সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘মা দুর্গা সব বুঝেশুনে পাততাড়ি গুটিয়ে, জলদি পালাচ্ছেন এবারে’। যাতে এক নেট-নাগরিক মন্তব্য করলেন, ‘আমিও সেটাই সকালে ভাবছিলাম। দশমী পড়ে গেল।’ দ্বিতীয়জন লেখেন, ‘কি অদ্ভুত বিচার!! এই ঘোর কলিযুগের!!’ তৃতীয়জন লেখেন, ‘এটাই আমরাও 💦আলোচনা করেছি। মা নিজেও চান না এই বিষাক্ত মাটিতে বেশিদিন থাকতে। কিন্তু মা অন্যায়ের বিচার না করেই চলে যাবেন?’ যার জবাবে শ্রীলেখা লিখেছেন, ‘হবে, হবেই! আমার বিশ্বাস সব বৃথা যাবে না।’
আরও পড়ুন: সিঁদুর খেলা শেষে শার্লিন পায়ে হাত দিতে যেতেই চমকে গে🔥লেন রানি! জানেন বয়সের কত ফারাক দুজনের
গত ৯ অগস্ট রাতে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যায় এক ঘৃন্য ঘটনা। ডিউটিরত অবস্থায় ধর্ষণ ও খুন করা হয় এক ৩১ বছরের মহিলা জুনিয়র ডাক্তারকে। শুধু খুনই হননি তিনি, তদন্তকারী সিবিআইয়ের দাবি প্রমাণ লোপাট করা হয়েছে পুলিশ ও প্রশাসনের তরফে। এমনকী, আদালতও তদন্তে গাফিলতির কারণে তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে তুলে 💧দিয়েছিল সিবিআইকে। তবে দু মাসের বেশি সময় কেটে গেলেও, বিচার অধরাই রয়ে গিয়েছে।
আরও পড়ুন: ‘প্রশ🦋াসন শুনতে পাচ্ছেন? আর কত…’! হাসপাতালে অনুষ্টুপ, গর্জে উঠলেন কিঞ্জল নন্দ
সরকারের কাছে ১০ দফা দাবি রেখে অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। কলকাতা আ🎀র উত্তরবঙ্গ দু জায়গাতেই চলছে অনশন। এরমধ্যে অসুস্থ 🌜হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনুষ্টুপ, অলোক ও অনিকেত। তবে থামেনি তাতে লড়াই। ধর্মতলায় এখনও চলছে প্রতিবাদ সমাবেশ।
আরও পড়ুন: চোখের জল ফেলছে শিল্পা, থমথমে মুখ সলমনের, বাবা সিদ্দিকি খুনের পরꦦ হাসপাতালে ছুটলেন বলি তারকারা
পুজোয় এবার কোনো আলাদা করে উদযাপন করেননি শ্রীলেখা। হিন্দুস্তান টাইমস বাংলাকেও জানিয়েছিলেন, দুর্গাপুজোয় কোনো পরিকল্পনাই নেই। তবে ধর্মতলার অধিবেশনে গিয়ে অনশনে থাকা ডাক্তারদের পাশে ছিলেন তিনি। ক্🐲রমাগত বিচারের দাবিতে আওয়াজ তুলছেন শ্রীলেখা। তা সে রাস্তায় হোক বা সোশ্যাল মিডিয়ায়। সেই কারণে, সমাজের এক অংশের বিরাগভাজনও হয়েছেন।