বিয়ের সাড়ে আট মাসের মাথায় ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। ২রা নভেম্বর সবার অগোচরে মা হন কাঞ্চন-ঘরণী। মেয়ে কৃষভির বয়স সবে ১৩ দিন। বৃহস্পতিবার কাঞ্চন-শ্রীময়ীর জীবনের এক বিশেষ দিন। এদিন আইনি বিয়ের ৯ মাস পূর্ণ করে ফেললেন যুগলে। গত ১৪ই ফেব্রুয়ারি সই-সাবুদ করে বিয়েটা সেরে ফেলেছিলেন তাঁরা। আর সেই বিয়ের মাস ঘুরতেই অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী। আরও পড়ুন-‘ওশ আর কৃষভি দুজনেই আমার🌟 সন্তান, তাই দয়া করে…’, ছেলে ও মেয়ে দুই সন্তানকে নিয়ে কী বললেন কাঞ্চন মল্লিক?
শ্রীময়ী নিজের মুখে জানিয়েছেন, গত ২৫শে মার্চ তাঁর প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছিল। বিয়ের আগে অন্তসঃত্ত্বা হওয়ার খবর ফুৎকারে উড়িয়েছেন তিনি, যদিও তা নিন্দকরা হজম করেছেন এমন☂টা নয়। কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের ৯ মাস পূর্তির দিন ছিল শিশু দিবস। আর এদিনই শ্রীময়ী পরিচয় করিয়ে দিয়েছেন তাঁর ‘বড় বাচ্চা’র সঙ্গে। হ্যাঁ, শ্রীময়ীর জীবনে কৃষভি ছাড়াℱও আরও এক মিষ্টি ‘বাচ্চা’ রয়েছে। তিনি আর কেউ নন, স্বয়ং কাঞ্চন মল্লিক। হ্যাঁ, দুনিয়া যতই কাঞ্চনকে ‘বুড়ো বর’ বলে কটাক্ষ করুক না কেন, ২৭ বছরের বড় স্বামী কিন্তু শ্রীময়ীর চোখে বাচ্চা।
কালীপুজোর দিন অর্থাৎ মেয়ের জন্মের ঠিক দু-দিন আগে ধুমধাম করে বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন শ্রীময়ী। সেই উদযাপনের একটি ছবি ইনস্টাগ্র🥀াম স্টোরিতে ভাগ করে নেন কাঞ্চন-ঘরণী। সেখানে দেখা গেল অন্তঃসত্ত্বা স্ত্রীর গাল টিপে আদর করছেন কাঞ্চন। পরস্পরের মুখ থেকে চোখ সরছে না তাঁদের, রোম্যান্সে টইটম্বুর যাকে বলে আর কী!
সে﷽ই ছবির ক্যাপশনেই শ্রীময়ী লিখেছেন, ‘আমার বড় বাচ্চা…..হ্যাপি চিলড্রেনস ডꦛে কাঞ্চন মল্লিক’। শ্রীময়ীর পোস্টটি নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করে নিয়েছেন কাঞ্চন।
ওদিকে শ্রীময়ী আগেই জানিয়েছিলেন জুলাই মাসে মলদ্বীপে ঘুরতে যাও🃏য়ার সময় তিনি প্রায় সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হানিমুন নয়, প্রেগন্যান্সির দ্বিতীয় ভাগে সেটি ছিল বেবিমুন। আর সেই বেবিমুনের একটি মিষ্টিꦺ ঝলকও বৃহস্পতিবার রাতে সোশ্যালে ভাগ করে নেন শ্রীময়ী।
বিমানযাত্রার সময়, মম টু বি শ্রীময়ীর জন্য বিশেষ ব্যবস্থা করেছিল সংশ্লিষ্ট এয়ারলাইন্স। মিষ্টি বার্তার সঙ্গে হবু মা-কে দেওয়া হয়েছিল চকোলেট বিস্কুট,এক প্যাকেট মাখানা, খেজুর, পার্লেজি বিস্কুট এবং কলা ও আপেল। ট্রে-তে♔ সাজানো সেই ছবি শেয়ার করে শ্রীময়ী লেখেন, ‘মলদ্বীপে বেবিমুনের সময় আমি পাঁচ মাসের অন্তঃসত্𝓀ত্বা ছিলাম। ইন্ডিগোর কাছ থেকে এই উপহার পেয়েছিলাম।’