গত ৬ মে ছিল কাঞ্চন মল্লিকের জন্মদিন। বরের এই বিশেষ দিন উপলক্ষে বাড়িতে একটি পার্টি দিয়েছিলেন অভিনেত্রী তথা তৃণমূল বিধায়কের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। এদিন সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি প্রকাশ্যে আনেন শ্রীময়ী চট্টরাজ। সঙ্গে লেখেন একটি আবেগঘন বার্তা।
আরও পড়ুন: ব্যবসা কমলেও বক্স অফিসে দাপট বহাল রেইড ২-র! ৯০ কোটি পেরোল অজয়ের ছবি, কী হাল কেশরী ২-র?
কাঞ্চনকে নিয়ে কী লিখলেন শ্রীময়ী?
এদিন শ্রীময়ী তাঁর অনুরাগীদের সঙ্গে কাঞ্চনের জন্মদিনে পার্টির যে ছবিগুলো শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে তাঁর পরনে আছে কালো সরু পাড় লাল শাড়ি, কালো ব্লাউজ। হালকা মেকআপ এবং যৎসামান্য গয়নায় সেজেছেন। অন্যদিকে কাঞ্চনের পরনে নীল শার্ট এবং জিন্স। মেয়ে কৃষভিকে নিয়ে কেক কাটেন এদিন কাঞ্চন। পাশে থাকেন শ্রীময়ী।
এদিন কাঞ্চনের বার্থডে পার্টির মেনুতে ছিল ভাত, পোলাও, লুচি, ডাল, ঝুড়ি আলু ভাজা, পাবদা মাছ, চাটনি, মিষ্টি, ইত্যাদি।
বরের জন্মদিনের পার্টির একগুচ্ছ ছবি পোস্ট করে এদিন শ্রীময়ী লেখেন, 'শুভ ৫১ তম জন্মদিন আমার ভালোবাসা। এই বছরটা একটু বিশেষ। বাবা হিসেবে তোমার প্রথম জন্মদিন। কৃষভি আর আমি ভীষণ খুশি তোমার সঙ্গে এই দিনটি উদযাপন করতে পেরে। তোমায় সবথেকে ভালো বাবা হতে দেখে আমি আবার তোমার প্রেমে পড়েছি।' এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কাঞ্চন এবং পিঙ্কির এক ছেলে আছে, ওশ। তবে কৃষভি হিসেবে এটা কাঞ্চন মল্লিকের প্রথম জন্মদিন। একই সঙ্গে এদিন এই পোস্টের মাধ্যমে শ্রীময়ী উইকিপিডিয়ায় থাকা ভুল তথ্য শুধরে দেন। সেখান থেকে জানা গিয়েছিল এই বছর কাঞ্চন মল্লিক ৫৫ বছরে পা দিলেন। কিন্তু এই পোস্ট এবং কেকের মাধ্যমে বুলেট সরোজিনী অভিনেত্রী জানিয়ে দেন ৫৫ নয়, বরং তৃণমূল বিধায়ক এবং অভিনেতার এটা ৫১ তম জন্মদিন।
আরও পড়ুন: দেশপ্রেম নাকি বুজরুকি, দাবি কবীর সুমনের! অপারেশন সিঁদুরের বিরোধিতা করে কী বললেন?
শ্রীময়ী এদিন আরও লেখেন, 'তুমি সবসময় আমার পাশে শক্ত হয়ে থেকেছ। আর এখন তো তুমি আমাদের মেয়ের হিরো। কৃষভি খুব ভাগ্যবতী যে তোমার মতো একজন সহৃদয়, শক্ত মনের এবং যত্নবান একজন বাবা পেয়েছে। আমরা একসঙ্গে তোমার আরও অনেক জন্মদিন কাটাব হাসি, মজা, আনন্দ করে। আরও অনেক না ভুলতে পারার মতো স্মৃতি তৈরি করব আমাদের মেয়েকে সঙ্গে নিয়ে।'