‘পথের পাঁচালী’ হোক বা ‘অরণ্যের দিনরাত্রি’, বইয়ের পাতা থেকে চরিত্রগুলিকে যখন সিনেমার পর্দায় তুলে ধরতেন সত্যজিৎ রায়, তখন যেন মনে হতো সব চরিত্রই জীবন্ত। ছবির চিত্রনাট্যের প্রয়োজনে কিছু পরিবর্তন তিনি আনতেন ঠিকই, কিন্তু সবকিছু এমনভাবে সাজাতেন, যা লেখকের কল্পনা শক্তিকেও মাঝে মাঝে হার মানিয়ে দিত।
১৯৮৮ সালে প্রকাশিত হয় সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অরণ্যের দিনরাত্রি’। ঠিক তার ২ বছর পর এই গল্পটিই ছবির আকারে সিনেমার পর্দায় তুলে ধরেন সত্যজিৎ রায়। ৫ দশক পেরিয়ে গেছে, পরিচালক থেকে সিনেমার অর্ধেক কলাকুশলী সকলেই আজ না ফেরার দেশে চলে গেছেন। এতগুলি বছর পর চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে ‘অরণ্যের দিনরাত্রি’।
আরও পড়ুন: কণ্ঠস্বর থেকে হাঁটাচলা সবই ছিল ‘মেয়েদের মতো’, নিজেকে কীভাবে পাল্টেছিলেন করণ জোহর?
আরও পড়ুন: ‘দেশ মেরে’ হোক বা ‘মা তুঝে সালাম’, এই ১০ দেশপ্রেমের গান, যা আজও গায়ে দেয় কাঁটা
‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমায় ছিল তারকার মেলা। সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায়, পাহাড়ি সান্যাল, সিমি গারেওয়ালের মতো নামিদামি তারকারা অভিনয় করেছিলেন এই ছবিতে। তবে দুর্ভাগ্যবশত সিনেমার সঙ্গে যুক্ত অর্ধেক কলাকুশলীরা আজ ইহজগতে নেই।
অসীম, হরি, শেখর, জয়া, অপর্ণা এবং সঞ্জয় দের সেই ভালোবাসা এবং বন্ধুত্বের গল্প আরও একবার উঠে আসবে কান চলচ্চিত্র উৎসবের আঙিনায়। সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের অন্যতম প্রিয় এই সিনেমাটি কিছুদিন আগেই পুনরায় সংস্করণ করা হয়েছে, ফলে নতুন রূপে সিনেমাটি দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবে।
আরও পড়ুন: মিস ওয়ার্ল্ডের অনুষ্ঠানে পুরস্কৃত হবেন 'মানবিক' সোনু! কেন?
আরও পড়ুন: 'ইরফান খানের ছেলে হওয়া...', বাবিলের ভিডিয়ো দেখে কেঁদে ভাসালেন প্রতীক বব্বর, কী বললেন?
ইতিমধ্যেই ছবির প্রিমিয়ারের জন্য ডাক পেয়েছেন শর্মিলা ঠাকুর, সিমি গারেওয়াল। শর্মিলা ঠাকুর চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন, কিন্তু অসুস্থতার কারণে এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারবেন না সিমি। তবে কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত না থাকতে পারলেও দেশের মাটিতে এই সিনেমাটি দেখানোর আবেদন জানিয়েছেন অভিনেত্রী।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ছবির প্রযোজক পূর্ণিমা দত্ত, ফিল্ম ফাউন্ডেশন এক্সিকিউটিভ ডিরেক্টর মার্গারেট বোদ্দে, ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের শিবেন্দ্র সিং দুঙ্গারপুর। উপস্থিত থাকবেন সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়। কান চলচ্চিত্র উৎসবে ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিটি প্রদর্শনী হওয়ার ঘোষণা করতে পেরে ভীষণ খুশি ছবির প্রযোজক থেকে শুরু করে পরিচালক পুত্র সকলেই। তবে আগামী দিনে দেশেও সিনেমাটি মুক্তি করার কথা চিন্তাভাবনা করেছেন সন্দীপ রায়।