জঙ্গিদমনে ভারতের অভিযানের পর ভয়ে কুঁকড়ে রয়েছে পাকিস্তান। তারই মধ্যে বৃহস্পতিবার সকালে পর পর বিস্ফোরণে আতঙ্ক ছড়াল ভারত সীমান্ত লাগোয়া পাক শহর লাহৌরে। বৃহস্পতিবার সকালে লাহৌর বিমানবন্দরের কাছে পর পর কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। এর পরই ফের ভারতীয় অভিযানের আতঙ্ক ছড়ায় শহরে। তবে শেষ পাওয়া খবরে ভারতের𝐆 তরফে এদিন পা💞কিস্তানে কোনও জঙ্গিদমন অভিযান চালানো হয়নি।
বুধবার ভোর রাতে সন্ত্রাসবাদ দমনে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর ও পাকিস্তানের মাটিতে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর অভিযানে গুঁড়িয়ে গিয়েছে ৯টি জঙ্গিঘাঁটি। মৃত্যু হয়েছে ৩১ জন জঙ্গির। আহত প্রায় শতাধিক। ‘অপারেশন সিঁদুর’ নামে এই অভ🌳িযান শেষ হয়ে গিয়েছে বলে এখনও ঘোষণা করেনি ভারত। ফলে ফের ভারত জঙ্গি দমনে অভিযান চালাতে পারে বলে আতঙ্কে ভুগছে জঙ্গিদের মদতদাতারা। আর তারই মধ্যে বৃহস্পতিবার সকালে লাহৌর শহরে বিস্ফোরণের শব্দে ছড়াল আতঙ্ক।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে লাহৌর বিমানবন্দরের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতাও ছিল যথেষ্ট। এতেই আতঙ্ক ছড়ায় এলাকায়। ভারতীয় বিমানবাহিনী লাহৌর বিমানবন্দরে অভিযান🐓 চালিয়েছে ভেবে আতঙ্কিত হয়ে পড়েন আসেপাশের বাসিন্দারা। কিন্তু কিছুক্ষণ পর জানা যায়, লাহৌর বিমানবন্দর সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। সেখানে মহড়া দিচ্ছে পাকিস্তানি বিমানবাহিনী। তবে সূত্রের খবর, লাহৌর বিমানবন্দরের কাছে একটি ড্রোন বিস্ফোরণ হয়েছে। এর পর গোটা এলাকায় সাইরেন বাজতে থাকে। রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
প্রসঙ্গত, ভারতꦅীয় সীমান্ত থেকে মাত্র ১৬ কিলোꦇমিটার দূরে অবস্থিত লাহৌর বিমানবন্দর।