দিল্লির শ্রী গুরু গোবিন্দ সিং কলেজ অফ কমার্সে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টা ৫৫ নাগাদ হঠাৎ কলেজে আগুনের লাগে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় কলেজের এক, দুই এবং তিন তলা। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। (আরও পড়ুন: ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশিদের তাণ্ডব, সীমান্তে BSF জওয়ানের আঙুল কাটল দুষ্কৃতীরা)
আরও পড়ুন-সংঘর্ষ বিরতির ৫ দিনের মধ্যেই জম্মু ও কাশ্মীরে প্রতিরক্ষামন্ত্রী! কীসের ইঙ্গিত?
জানা গেছে, প্রথমে রাজধানীর শ্রী গুরু গোবিন্দ সিং কলেজ অফ কমার্সে লাইব্রেরিতে আগুন লাগে। দ্রুত আগুন কলেজের চারিদিকে ছড়িয়ে পড়ে।কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। যার জেরে আতঙ্কিত হয়ে কলেজের নিরাপত্তা রক্ষীরা ছোটাছুটি করতে শুরু করেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১১টি ইঞ্জিন। পৌঁছয় পুলিশও।যুদ্ধকালীন তৎপরতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। পাশাপাশি কলেজের নিরাপত্তা রক্ষীদের উদ্ধার করা হয়েছে। ঘটনায় কেউ আহত হননি।তবে অগ্নিকাণ্ডের জেরে কলেজের একাধিক জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে কী ভাবে হঠাৎ কলেজের লাইব্রেরিতে আগুন লাগল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে আগুন লেগে থাকতে পারে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। (আরও পড়ুন: পুরনো অস্ত্রে নতুন করে শান, বাংলাদেশের কাছে আসার 'স্বপ্ন' দেখে ভুলভাল বকছে চিন?)
আরও পড়ুন: ভারত বনাম পাকিস্তানের সংঘাতে কে জয়ী? স্যাটেলাইট চিত্র তুলে ধরে রিপোর্ট NYT-র
আরও পড়ুন: ভারত-পাক সংঘর্ষে মুখ পুড়েছে চিনের, এরই মাঝে বঙ্গোপসাগরে নয়া চাল ড্রাগনের
অন্যদিকে, বিহার থেকে দিল্লি যাওয়ার পথে চলন্ত বাসে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই শিশু-সহ কমপক্ষে ৫ জনের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে লখনৌয়ের কিষাণ পথ এলাকায়। জানা গিয়েছে, বিহারের বেগুসরাই থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল দূরপাল্লার বাসটি। বৃহস্পতিবার ভোর ৫ তা নাগাদ বাসটি যখন মোহনলালগঞ্জ পৌঁছয় তখনই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডবল ডেকার স্লিপার বাসটি দাউদাউ করে জ্বলে ওঠে। আতঙ্কে প্রাণ হাতে বাসের জানলা দিয়ে ঝাঁপ দেন যাত্রীরা। কিন্তু বাসের মধ্যে আটকে পড়েন কিছুজন। তাঁদেরই মৃত্যু হয়। মৃতের তালিকায় রয়েছে দুই শিশু।জানা গেছে, বাসটিতে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন। ভোরের দিকে ঘুমিয়েছিলেন তাঁরা। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। (আরও পড়ুন: প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহা, নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতিতে)
আরও পড়ুন: ভারত ভাগ চাওয়া বাংলাদেশি উপদেষ্টার মাথায় বোতলের প্রহার! মার খেয়ে মাহফুজ বললেন…
প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দাউ দাউ করে জ্বলতে শুরু করে গোটা বাস। মুহূর্তে ঘন কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। অগ্নিকাণ্ডের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে, প্রায় এক কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল আগুন। দমকলের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।