‘লাল সন্ত্রাসের দুর্গে এখন তেরঙা উড়ছে।’ কারেগুট্টা পাহাড়ে দেশের সবচেয়ে বড় অভিযানে ৩১ জন মাওবাদী খতমের পর মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ২১ দিন ধরে ছত্তিশগড়-তেলাঙ্গানা সীমান্তে অবস্থিত বিজাপুরের কারেগুট্টা পাহাড়ের ঘন জঙ্গলে চলেছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় মাওবাদী বিরোধী অভিযান। এই অভিযানে অন্তত ৩১ জন মাওবাদী খতম হয়েছে। আর যৌথ বাহিনীর এই অভিযানের সাফল্যকে 'ঐতিহাসিক' আখ্যা দিলেন অমিত শাহ। কারণ কেন্দ্রীয় সরকারের একমাত্র লক্ষ্য ২০২৬ সালের মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল করা।
এক্স বার্তায় অমিত শাহ বলেন, ‘মাত্র ২১ দিনে এত বড় অভিযান সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে আমাদের যৌথ বাহিনী। এটাই অত্যন্ত বড় কৃতিত্বের ব্যাপার। আর সবচেয়ে আনন্দের বিষয় হল, বাহিনীর কোনও সদস্য এই অভিযানে প্রাণ হারাননি।’
তাঁর কথায়, ‘যে পাহাড় এক সময় লাল সন্ত্রাসের দুর্গ ছিল, আজ সেখানে গর্বের সঙ্গে তেরঙা পতাকা উড়ছে।’ শাহ জানিয়েছেন, ২০২৬ সালের মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করতে কেন্দ্রীয় সরকার প্রতিজ্ঞাবদ্ধ। অভিযানে অংশ নিয়েছিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ছত্তিশগড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের অভিনন্দন জনিয়ে বলেন, ‘পুরো দেশ আপনাদের জন্য গর্বিত।’
অন্যদিকে, এই সাফল্যের পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই যৌথ বাহিনীকে কুর্নিশ জানিয়েছেন। তিনি বলেন, 'এটা দেশের সবচেয়ে বড় মাওবাদী বিরোধী অভিযান। তীব্র গরমে, পাথুরে দুর্গম পাহাড়ে, ছায়া ও জলের অভাবেও বাহিনী যেভাবে লড়েছেন, তাদের সাহসকে স্যালুট জানাই।'
সূত্রের খবর, অভিযানে উদ্ধার হয়েছে ৪৫০টি আইইডি, ৪০টি অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ডিটোনেটর ও ১২ হাজার কেজিরও বেশি অন্যান্য সামগ্রী। যার মধ্যে ছিল ওষুধপত্র ও ইলেকট্রিক সরঞ্জাম। ধরা পড়েছে চারটি অস্ত্র, মোটর ও কাটার তৈরির কারখানা।সিআরপিএফের প্রধান জি পি সিং জানিয়েছেন, নিহত ৩১ জন মাওবাদীর মিলিত মাথার দাম ছিল ১.৭২ কোটি টাকা। এর মধ্যে ২৮ জনের পরিচয় ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে।
বলেন, 'এদের মধ্যে অনেকেই সিনিয়র ছিল। বিভিন্ন অভিযানের নেতৃত্ব দিত। আমরা যা করতে চেয়েছিলাম, তার চেয়েও বেশি পেরেছি। এটা মাওবাদী অধ্যায়ের শেষের সূচনা।' তিনি আরও বলেন, দেশে মাওবাদী-প্রভাবিত জেলার সংখ্যা ২০২৪ সালে যেখানে ছিল ৩৫টি, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ৬টিতে। গত বছর প্রায় এক হাজার মাওবাদী আত্মসমর্পণ করেছিল, এ বছর এখনও পর্যন্ত আত্মসমর্পণ করেছে ৭১৮ জন।