'মিলি' ধারাবাহিকের ‘অর্জুন’কে মনে পড়ছে? শুরুতে 'মিলি' সিরিয়ালটি বেশ নজর কাড়লেও মাত্র ৮ মাসেই শেষ হয়েছিল এই ধারাবাহিকের পথচলা। আর এবার ফের একবার পর্দায় ফিরতে চলেছেন 'মিলি'র নায়ক অনুভব কাঞ্জিলাল। তবে এবার আর ছোটপর্দায় নয়, বড় পর্দায়। এবার ঐন্দ্রিলা বসুর সঙ্গে জুটি বাঁধছেন অনুভব। আসছে জমজমাট রহস্যের সঙ্গে অ্যাকশনে ভরপুর ছবি 'ঠিক সন্ধ্যে নামার আগে'।
জানা যাচ্ছে, ছবিটি মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার। আর সেখানেই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ভূমিকায় দেখা যাবে অনুভব কাঞ্জিলালকে। ছবির গল্পে দেখা যাবে নেপালে মধুচন্দ্রিমায় গিয়ে স্ত্রীকে হারিয়ে ফেলেন অনুভব। তারপরই তাঁর সঙ্গে দেখা হয় হুবহু একইরকম দেখতে এক মহিলার। আর এখানেই রয়েছে রহস্য। ছবিতে অনুভবের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ঐন্দ্রিলা বসুকে।

ছবির শুটিং হয়েছে নেপালের পাহাড়ি এলাকায় । এবিষয়ে ছবির নায়ক অনুভব কাঞ্জিলাল বলেন, 'এমন সব লোকেশনে এই ছবির শুটিং হয়েছে যেখানে শ্যুটিং করা বেশ কঠিন ছিল, পরিবেশ ও আবাহাওয়ার কারণেই। কাশ্মীরি লেখক অঞ্জুম বাবার 'খাপাস' নামক একটি গল্পের উপরে নির্ভর করে এই ছবি বানিয়েছেন পরিচালক কৌস্তভ চক্রবর্তী। যিনি কিনা এর আগে কলকাতা ও মুম্বইতে বিজ্ঞাপনের কাজ করেছেন। তবে বড় পর্দায় পূর্ণ দৈর্ঘের ছবি তিনি এই প্রথমবার বানাচ্ছেন । চলতি বছরের নভেম্বর মাস নাগাদ মুক্তির পাওয়ার কথা রয়েছে ঠিক সন্ধ্যে নামার আগে ছবিটির।'

মোজোটেল এন্টারটেইনমেন্টস এন্ড ডিস্ট্রিবিউশনের ব্যানারে প্রযোজক সুমনা কাঞ্জিলাল-এর হাত ধরে আসছে নতুন এই ছবি। ছবির বিষয়ে নায়িকা ঐন্দ্রিলা বসু বলেন, ‘ছবির নাম ঠিক সন্ধ্যে নামার আগে। অর্থাৎ সন্ধ্যের আগে ঘটনাক্রমই ছবির মূল বিষয়বস্তু। এই ছবিটার জন্য নেপালের বেশকিছু সুন্দর জায়গায় শ্যুটিং করেছি। কাজের সময় সেখানকার প্রকৃতিকে উপভোগ করার তেমন সুযোগ পাইনি। তবে ফিরে আসার পর আবারও সেখানে ছুটে যেতে মন চাইছিল। আমি আর অনুভব আগেও কাজ করেছি, তবে এখানে একটা অন্যরকম জুটিকে দেখা যাবে। ছবিতে জিয়া ও ম্য়াক্সি, দ্বৈত চরিত্রে আমায় দেখা যাবে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে গল্পে দারুণ একটা রহস্য তৈরি হবে, যা মানুষের ভালো লাগবে বলে আশা রাখি।’
ছবিতে অনুভব-ঐন্দ্রিলা ছাড়াও রয়েছেন রাজদীপ সরকার সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, ত্রিবিক্রম ঘোষ, পৌষালি চট্টোপাধ্যায় সহ টলিপাড়ার আরও কিছু পরিচিত মুখ।