ফেম গুরুকুলে অংশ নিয়েছিলেন দুজনেই। কিন্তু অরিজিৎ সিং আগে বাদ পড়েও নাম করে ফেলেন। বিভিন্ন ভাষায় দাপিয়ে কাজ করছেন। বর্তমানে তিনি ভারতের অন্যতম সেরা গায়ক। কিন্তু অন্যদিকে সেই রিয়েলিটি শো জিতেও একপ্রকার হারিয়ে যান রূপরেখা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন? এতদিন পর কারণ প্রকাশ্যে আনলেন খোদ রূপরেখা।
আরও পড়ুন: স্বস্তিকা নন, রাজনন্দিনীকে টক্কর দিতে জি বাংলায় 'রাণী ভবানী' হয়ে আসছেন এই জনপ্রিয় অভিনেত্রী?
আরও পড়ুন: সন্তান আসতে বাকি মাত্র কটাদিন, তার আগে পিয়া কেন বললেন 'কেউ মা না হতে চাইলে সেটাকে উদযাপন করুন'?
কী জানালেন রূপরেখা?
এদিন বেঙ্গলি মিউজিক ডিরেক্টরিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি কেন সেই রিয়েলিটি শো জিতেও বম্বেতে টিকে থাকতে পারলেন না সেই বিষয়ে কথা বলতে গিয়ে রূপরেখা বন্দ্যোপাধ্যায় জানান, 'বম্বেতে একটা মারাত্মক পলিটিক্স। সেটা সব জায়গাতেই আছে। কলকাতাতেও আছে, বম্বেতেও আছে। কিন্তু ওখানে পলিটিক্সটা মারাত্মক, লবিটাও মারাত্মক। সেই লবিতে ঢুকে কাজ করা, একটা ভালো গান বের করে নিজের স্বপ্নপূরণ এটা সবার হয় না। অনেক প্রসেস আছে। লবির জন্যই বিষয়টা হয়নি। আমি ওখানে বহুদিন কাজ করেছি। প্রীতমদার ওখানে গিয়েছি, শান্তনু দার সঙ্গে কাজ করেছি। কিন্তু হয়নি সামহাউ। আমার লাকে হয়তো হয়নি। আমার খারাপ লাক হয়তো।'
আরও পড়ুন: CPM করতেন, তারপর TMC-তে এলেন, পারিশ্রমিক নিয়েছিলেন?', অরিন্দমকে খোঁচা স্বস্তিকার!
অরিজিৎ সিং তবে কী করে পারলেন? এই বিষয়ে রূপরেখা জানান অরিজিৎ সিং দারুণ স্ট্রাগল করেছেন। নিজেকে ভেঙে তৈরি করেছেন। এই বিষয়ে তিনি জানান, 'আর্থিক কষ্ট ছিল ওর। ও দিনের পর দিন যে সুযোগটা পেয়েছে সেটা হল নিজেকে ভেঙেচুরে গড়ে নেওয়ার। প্রীতম দার স্টুডিওতে ও দিনের পর দিন ছিল। এবং ওখানে ও রেকর্ডিংস করাত, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বানাত। ওর ভীষণ ট্যালেন্ট। ছোট থেকেই ট্যালেন্টেড। ললিত পন্ডিতের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছে। ওদের থেকে ও অনেক শিখতে পেরেছে। যেটা আমি চেয়েছিলাম প্রীতমদার থেকে ওখানে থেকে শিখি। কিন্তু ওটার জন্য পুরো সময়টাই ওখানে দিতে হতো। সকাল থেকে রাত অবধি ওখানে পড়ে থাকতে হতো। আমি পারিনি ওটা। অরিজিৎ ওটা পেরেছে। দিনের পর দিন, রাতের পর রাত ও পড়ে থেকে কাজ করেছে।'