কয়েকদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। অবসরের পর বিরাট-অনুষ্কা গিয়েছিলেন বৃন্দাবনে। সেখানে গিয়ে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করেন, তাঁর আশীর্বাদ ও পরামর্শ নেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো সামনে এসেছিল আগেই। তবে ইতিমধ্যেই বৃন্দাবন থেকে ফিরে অনুষ্কা সঙ্গে তাঁর বাড়িতে পৌঁছেছেন বিরাট কোহলি। মেয়ে বাড়িতে ঢোকার সময়ে, অনুষ্কাকে ও নাতি-নাতনিকে তার মায়ের আদরের এক টুকরো ঝলক সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।
কী আছে ভাইরাল ভিডিয়োতে?
সোশ্যাল মিডায়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনুষ্কার মা বাইরে এসে প্রথমে অনুষ্কাকে জড়িয়ে ধরেন। তারপর অভিনেত্রীর কোলে থাকা ছোট্ট আকায়কে আদরে ভরিয়ে দেন এবং নাতিকে কোলে নেন। আর তখন ছোট্ট দিদি ভামিকা সামনে দাঁড়িয়ে দিদার দিকে জুল জুল করে তাকাচ্ছিল। দিদার কাপড় টেনেও নজর কাড়ার চেষ্টা করতে দেখা যায় খুদেকে। তারপর অনুষ্কার মা (বিরাটের শাশুড়িমা) নাতনি ভামিকাকেও আদরে ভরিয়ে দেন এবং সঙ্গে করে ভিতরে নিয়ে যান।
তবে নাহ, এই ভিডিয়োতে ইমোজি দিয়ে মুখ ঢেকে দেওয়া হয়েছিল ভামিকা ও আকায়-এর। তাঁদের দেখা গেলেও মুখ দেখা যায়নি। এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তার নিচে উঠে এসেছে নেটিজেনদের নানান প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, 'এত সুন্দর, যেন নজর না লাগে'। একই সঙ্গে বহু নেটিজেন এই পোস্টে প্রচুর ভালোবাসার ইমোজি দিয়েছেন।
প্রসঙ্গত বিরাট টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর থেকে তাঁর সঙ্গে প্রতিনিয়ত দেখা মিলেছে অনুষ্কা। তাঁরা একসঙ্গে বৃন্দাবনে উড়ে গিয়েছিলেন।
এদিকে মঙ্গলবারই বিরাটের অবসর নিয়ে ইনস্টাস্টোরিতে একটা আবেগঘন পোস্ট করেছিলেন অনুষ্কা শর্মা। তিনি লেখেন, ‘টেস্ট ক্রিকেট কেবলই তাঁরাই সফল হয়েছেন যাঁদের বলার মতো কোনও গল্প ছিল। সেই দীর্ঘ গল্প যা ভেজা, শুকনো, দেশি, বিদেশি প্রতিটি পিচে লিখেও শেষ হয় না।’ বিরাট ঘরণী এই পোস্টটি শেয়ার করে একটি হার্ট ইমোজিও দিয়েছেন।
তার আগে অনুষ্কা আরও একটা পোস্টে লেখেন, 'ওরা রেকর্ড নিয়ে কথা বলবে, মাইলস্টোন নিয়ে কথা বলবে। কিন্তু আমি মনে রাখব সেই কান্নাগুলোর কথা যেগুলো তুমি কাউকে দেখাওনি, সেই যুদ্ধগুলোর কথা যেগুলো কেউ দেখেনি, এবং এই অমূল্য ভালোবাসা তুমি খেলার এই ফরম্যাটকে দিয়েছ। আমি জানি এটা তোমার থেকে তোমার কত বড় একটা অংশ নিয়ে নিল। প্রতিটি টেস্ট সিরিজের পর তুমি আরও একটু বুদ্ধিমান, আরও একটু বিনয়ী হয়ে ফিরতে। তোমায় উন্নতি করতে দেখতে পারা আমার কাছে সৌভাগ্যের মতো।
আমি সবসময় চেয়েছিলাম যে তুমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই সাদা পোশাকে অবসর নেবে। কিন্তু তুমি তোমার মনের কথা শুনেছ। তাই আমি তোমায় বলতে চাই, তুমি এই বিদায়ের প্রতিটি অংশ অর্জন করেছে।'