স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয়, কাজ নিয়ে যেমন চর্চা হয় তেমনি তাঁর সাজ থেকে ব্যক্তিগত জীবনও বারবার চর্চায় উঠে এসেছে। এমনকি তাঁকে নিয়ে ছড়িয়েছে নানা গুজবও। সম্প্রতি সেই বিষয়ে কী জানালেন অভিনেত্রী?
আরও পড়ুন: স্বস্তিকা নন, রাজনন্দিনীকে টক্কর দিতে জি বাংলায় 'রাণী ভবানী' হয়ে আসছেন এই জনপ্রিয় অভিনেত্রী?
আরও পড়ুন: সন্তান আসতে বাকি মাত্র কটাদিন, তার আগে পিয়া কেন বললেন 'কেউ মা না হতে চাইলে সেটাকে উদযাপন করুন'?
কী ঘটেছে?
স্বস্তিকা মুখোপাধ্যায় এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান যে তিনি নিজেকে নিয়ে বহু গুজব শুনেছেন। শুধু নিজেকে নিয়ে নয়, বাবার বিষয়েও নানা মনগড়া কথা শুনেছেন। সেই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'আমার সম্পর্কে এত গসিপ আমি শুনেছি মানে....। আমি যখন স্কুলে পড়ি সেখানে অনেকে জানত না যে আমি আমার বাবার মেয়ে। মানে সন্তু মুখার্জি নাম করে কথাটা হচ্ছে, আমারই সামনে বলছে যে ওঁর তো দুই বিয়ে, দুজন বউ। বড় বউয়ের থেকে যে ছেলে সে ড্রাগ অ্যাডিক্ট। আর দ্বিতীয় স্ত্রীর থেকে যে মেয়ে সে পালিয়ে গিয়েছে পাড়ার কারও একটা সঙ্গে। তখন আমি সত্যিই খুব অবাক হয়েছিলাম।'
অভিনেত্রী জানান তিনি বড় হয়ে এই গুজবের বিষয়টা বোঝেন। বিশেষ করে যখন এই পেশায় আসেন। স্বস্তিকার কথায়, 'কিন্তু পরে যখন আমি এই পেশায় এলাম তখন আমি দেখলাম যে সিনেমা জগৎ বা মানুষ যাঁদের ভাবেন যে তাঁরা খুব দূরের মনের মাধুরী মিশায়ে তাঁরা এঁদের নিয়ে গল্প রচনা করতে ভালোবাসে। এরম উদ্ভট ঘটনা ঘটেছে বলে হয়তো আমার কানে এসে পৌঁছেছিল। এখন এই চচ্চড়ি সোশ্যাল মিডিয়ায় হয়।'
নিজের বিষয়ে কোন গসিপ সবথেকে বেশি শুনেছেন? সেই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, :আমি আমার সম্পর্কে এত গসিপ শুনেছি। কারও সঙ্গে পালিয়ে গিয়েছিটা তো খুব কমন। গর্ভবতী হয়েছি সেটাও বেশ কমন।'
আরও পড়ুন: 'CPM করতেন, তারপর TMC-তে এলেন, পারিশ্রমিক নিয়েছিলেন?', অরিন্দমকে খোঁচা স্বস্তিকার!
প্রসঙ্গত দর্শকরা বর্তমানে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দুর্গাপুর জংশন ছবিতে দেখতে পাচ্ছেন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবি। স্বস্তিকার সঙ্গে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন বিক্রম চট্টোপাধ্যায়।