বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার নাদের ত্রাল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি নিহত হয়েছে। সূত্রের খবর, মৃত তিন জঙ্গি হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সদস্য। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এই আবহে অবন্তীপোরার নাদের ত্রাল এলাকায় শুরু হয় এনকাউন্টার। এদিকে আজই কাশ্মীরে পা রেখেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেদিনই সেনা এবং নিরাপত্তারক্ষী বাহিনীগুলি বড় সাফল্য পেল ত্রালে। (আরও পড়ুন: 'পাকিস্তানের পরমাণু অস্ত্র…', কিরানা হিলস জল্পনার মাঝে এবার বড় দাবি রাজনাথের)
আরও পড়ুন: কর্নেল কুরেশিকে 'সন্ত্রাসীদের বোন' বলা মন্ত্রীর বিরুদ্ধে এবার পদক্ষেপ করবে BJP?
আরও পড়ুন: 'একাত্তরের প্রতিশোধ' নাকি! হেরেও দেশকে 'বোকা' বানাচ্ছেন শেহবাজ শরিফ
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে তল্লাশি অভিযান এনকাউন্টারে পরিণত হয়। এদিকে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস এক্স-এ পোস্ট করে লিখেছে, '১৫ মে ২০২৫-এ, এজেন্সির নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং শ্রীনগর সেক্টর সিআরপিএফ অবন্তীপোরার নাদের, ত্রালে একটি কর্ডন ও তল্লাশি অভিযান শুরু করেছিল। সতর্ক সেনারা সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে। এরপর সেখানে সন্ত্রাসীরা ভারী গুলি বর্ষণ শুরু করে এবং এনকাউন্টার শুরু হয়। অভিযান চলছে। (আরও পড়ুন: ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশিদের তাণ্ডব, সীমান্তে BSF জওয়ানের আঙুল কাটল দুষ্কৃতীরা)
আরও পড়ুন: ভারত ভাগ চাওয়া বাংলাদেশি উপদেষ্টার মাথায় বোতলের প্রহার! মার খেয়ে মাহফুজ বললেন…
আরও পড়ুন: সীমান্তে দাদাগিরি করেছিল বিজিবি, ভারতের সামনে এবার মাথা নত বাংলাদেশের!
এর আগে গত মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টারে তিন লস্কর-ই-তৈবা জঙ্গির মৃত্যু হয়েছিল। এর দু'দিন পর ফের এনকাউন্টার হল কাশ্মীরে। শোপিয়ান জেলার শুকরু জঙ্গলে তিন জঙ্গির মৃত্যু হয়েছিল। 'অপারেশন কেলার'-এ তাদের নিকেশ করা হয়েছিল। সেই অভিযান চলাকালীন ভারতীয় সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছিল। সেই অভিযানের একটি ভিডিওতে দেখা যায়, নিহত সন্ত্রাসীদের ব্যাকপ্যাক ও মানিব্যাগসহ বেশ কিছু রাইফেল, গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।