ღ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি, বলিউড হারিয়েছিল ‘চাঁদনি’কে। না ফেরার দেশে পাড়ি দেন অভিনেত্রী শ্রীদেবী। আজ প্রয়াত অভিনেত্রীর জন্মবার্ষিকী। ১৯৬৩ সালে আজকের দিনে জন্ম হয় অভিন🐼েত্রী শ্রীদেবীর। মায়ের স্মৃতিতে এ দিন দুই মেয়ে জাহ্নবী এবং খুশির ইনস্টাগ্রামে ভেসে ওঠে পুরনো ছবি। দুই বোনই যে মাকে বড্ড মিস করেন, পোস্টেই বোঝা যাচ্ছে।
আরও পড়ুন: সুইমস্যুট পরাবেন বৈ⭕জয়ন্তীমালাকে, বিশেষ একজনের অনুমতি নিতে হয়েছিল রাজও কাপুরকে!
শ্রীদেবীর জন্🦂মদিনে স্মৃতি রোমন্থন করেছেন জাহ্নবী। অল্পবসয়ী শ্রীদেবী। খুদে জাহ্নবীকে আগলে রয়েছেন অভিনেত্রী। মায়ের সঙ্গে এই পুরনো ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন মা। তোমায় প্রতিদিন আরও বেশি করে মিস করছি। অনেক ভালোবাসি।’ জাহ্নবীর শেয়ার করা ছবিতে ভালোবাসা উজাড় করেছেন বরুণ ধাওয়ান, সানি কৌশল, মণীশ মালহোত্রা, জোয়া আখতার সহ আরও অনেকে।
এ দিন মায়ের জন্মবার্ষিকীতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মা শ্রীদেবীর সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করেন ছဣোট মেয়ে খুশি কাপুর। সাদাকালো ছবিতে জাহ্নবীর গালে চুমু এঁকে দিচ্ছেন প্রয়াত অভিনেত্রী। মা-মেয়ে পোজ দিয়েছিলেন ক্যামেরার সামনে। ছবি পোস্ট করে ক্যাপশনে কিছুই লেখেননি খুশি।
আরও পড়ুন: বলিউডে ‘বয়কট’ ট্রেন্ডে শুধুই টার্গেট খানেরা? এই ১০ বিগ বাজেটের ছবি নিয়༒েও সংশয়
মা শ্রীদেবী ছিলেন জাহ্নবীর অত্যন্ত কাছের। সেকথা কারোই অজানা ন🌺য়। মেয়েকে সব সময় নিজের কাছে আগলে রাখতেন প্রয়াত অভিনেত্র🅷ী। ছোট মেয়ে খুশি কাপুররে সঙ্গে তেমনি বাবা বনি কাপুরের বন্ডিং বেশি।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে রাজ্যের🧸 এই হলগুলিতে বিনামূল্যে সিনেমা দেখা যাবে! রইল তালিকা
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবী বলেছিলেন, তিনি মায়ের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে চান। শ্রীদেবীকে সবচেয়ে বেশি কখন মনে পড়ে জানতে চাইলে, জাহ্নবী বলেন, ‘আমি খুব মিস করি। ম๊া ঘুম থেকে না তুললে আমি বিছানা ছেড়ে উঠতাম না। আমার অ্যালার্ম বেজে যেত। তাই মাকে ডাকতাম। মায়ের মুখ না দেখে ঘুম থেকে উঠতাম না। আমি তাঁকে শুভরাত্রি না বলেও ঘুমাতাম না।’
একবার জাহ্নবী বলেছিলেন, তাঁর মা তাঁকে কখনও কারও উপর নির্ভর না করে নিজের পরিচয় তৈরি করার উপদেশ দিয়েছিলেন। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শ্রীಌদেবী। রাতে হোটেল রুমে ফেরার পরই আচমকা মৃত্যু হয় নায়িকার। ১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রীদেবী। রেখে গিয়েছেন দুই সন🐬্তান, জাহ্নবী ও খুশিকে।