ঘোষণা হয়েছিল আগেই, সোমবার 'এক যে ছিল রাজা'র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সম্মানিত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা বাংলা ছবির স্বীকৃতি গিয়েছে 'এক যে ছিল রাজা'র ঝুলিতে। এদিন দিল্লির বিজ্ঞান মঞ্চে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু পুরস্কার তুলে দিলেন সৃজিতের হাতে। সদ্যই বিয়ে করেছেন পরিচালক। তবে এই পুরস্কার স্ত্রী মিথিলাকে নয় সৃজিত উত্সর্গ করলেন অন্য দুইজন মানুষকে। প্রথম জন অবশ্যই 'এক যে ছিল রাজা'র রাজা, অর্থাত্ অভিনেতা যিশু সেনগুপ্ত এবং অন্যজন ছবির মেক-আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু।এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পরিচালক লেখেন, 'আমি এই পুরস্কার উত্সর্গ করতে চাই যিশু সেনগুপ্ত এবং সোমনাম কুণ্ডুকে। ওরা দুজন নিজেদের শিল্পীসত্ত্বার সবটা উজাড় করে দিয়েছে এই ছবির জন্য। এক যে ছিল রাজা এমনই এক অলরাউন্ডার যে বক্স অফিস ব্লকবাস্টার হওয়ার পাশাপাশি পাম স্প্রিং সহ ৮ টি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে জায়গা করে নিয়েছে। জাতীয় পুরস্কার সহ মোট ২৩টি পুরস্কার জিতে নিয়েছে এক যে ছিল রাজা'। সৃজিতের এই সাফল্যে গর্বিত মিথিলা। এদিন টুইট বার্তায় মিথিলা লেখেন, 'অনেক শুভেচ্ছা, তোমার জন্য আমি গর্বিত সৃজিত'। সৃজিতের টুইট এদিন রি-টুইট করে অনেক গুলো চুম্বনের ইমোজি জুড়ে দেন যিশু সেনগুপ্ত। এরপর সেই ধারা অব্যাহত থাকে। যিশুর তিনটি চুম্বনের ইমোজির বদলে সৃজিত ছয়টি চুম্বনের ইমোজি জুড়ে দেন তো যিশু আবার নয়টি চুম্বনের ইমোজি দিয়ে সেই টুইট রিটুইট করেন। এই কাণ্ড থেকে হতবাক মিথিলা! শেষমেষ দুজনকেই এই সোশ্যাল মিডিয়া পিডিএ(PDA) বন্ধ করার নির্দেশ দেন সৃজিত পত্নী। শেষমেষ পত্নীনিষ্ঠ স্বামী হিসাবে মিথিলার কথা মেনে নিলেন সৃজিত মুখোপাধ্যায়। আপতত ফেলুদা ওয়েব সিরিজের কাজে ব্যস্ত সিরিজ। পাশাপাশি নতুন বছরেই মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'দ্বিতীয় পুরুষ'।