সত্যি বলে সত্যি ⛎কিছু নেই ছবিটির সময় থেকেই অনির্বাণ ভট্টাচার্য এবং সৃজিত মুখোপাধ্যায়ের দূরত্ব নিয়ে একটা চর্চা 🍨শুরু হয়েছে। কিন্তু এবার সেই 'দূরত্ব' মিটতে চলেছে? তাও কবীর সুমনের হাত ধরে? ভাবছেন হঠাৎ এমন কথা কেন? কারণ জানা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায় নাকি এবার কবীর সুমনের বায়োপিক আনতে চলেছেন।
কী ঘটেছে?
সৃজিত মুখোপাধ্যায় আজকালকে জানিয়েছেন তিনি কবীর সুমনকে🎶 নিয়ে বহুদিন ধরেই ছবি করার কথা ভাবছেন। তাঁর কথায়, 'অনেক দিন ধরেই পরিকল্পনা আছে ওঁকে নিয়ে ছবি করার। এটাকে বায়োপিক বলা যেতে পারে কিন্তু আমি আসলে তোমাকে চাই গানটি তৈরির সফরটা পর্দায় তুলে ধরতে চাইছি।' এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কবীর সুমনের সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের দারুণ সুসম্পর্ক। গানওলা তাঁকে নিজের বড় ছেলে বলে ডাকেন। ভীষণই স্𒉰নেহ করেন।
নিজের বায়োপিক প্রসঙ্গে চর্চা শুনে এদিন কবীর সুমন জানিয়েছেন তাঁর এই ছবি নিয়ে আপত্তি নেই। বরং তিনি ভরসা করেন সৃজিত মুখোপাধ্যায়কে। নাগরি𝄹ক কবিয়ালের কথায়, 'ও ভালো পরিচালক, ভালো ছেলে। আমার বেশ আস্থা আছে ওর উপর।' এদিন উক্ত সংবাদমাধ্যমকে সুমন এও 💖জানিয়েছেন যে তিনি এই ছবিতে কাকে তাঁর চরিত্রে দেখতে চান। ভাবছেন কাকে? অনির্বাণ ভট্টাচার্যকে। সেই প্রসঙ্গে জানিয়েছেন, 'ব্যক্তিগত ভাবে ওঁকে আমি তেমন চিনি না। কিন্তু মঞ্চে ওঁর নাটক আমি দেখেছি। আমার খুব ভালো লেগেছিল।'
কবীর সুমন এদিন আরও জানান যেই তাঁর চরিত্রে অভিনয় করুন না কেন তাঁকে তাঁর সঙ্গে থেকে শিখতেꦏ হবে তাঁর কথা বলার ধরন, তিনি কী করেন না করেন, তাঁর সবটা।
আরও পড়ুন: রিয়েলিটি শোতে মালাইকাকে চোখ মেরে চুমু ১৬ বছরের ক♊িশোরের! 'অসভ্য' আচরণে বিরক্ত বিচারক কী ঘটালেন?
আরও পড়ুন: 'আগের মতো নেই' কৌশানি! সোমলতার কণ্ঠে 'কিলবিল সোসাইটি'র কোন লড়াইয়ের ঝলক ফ🐟ুটে উঠল গানের সুরে?
কিন্তু শেষ পর্যন্ত কাকে এই চরিত্র নির্বাচন করেন সৃজিত মুখোপাধ্যায় সেটা সময়ই জবাব দেবে। তবে কবীর সুমন যে খোদ অনির্বাণকে তাঁর চর🐓িত্রে ভেবেছেন সেই কথা জেনে দারুণ আপ্লুত অভিনেতা। তিনি জানিয়েছেন, 'আমি রোজ ওঁর গান শুনি। উജনি আমার জীবনের অনেক কিছু। উনি আমায় নিয়ে এমন কথা বলেছেন শুনে আমি খুব খুশি। ভীষণ খুশি।'